সম্প্রতি ঢাকা-৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন আলোচিত মডেল মেঘনা আলম। এবার তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেঘনা জানিয়েছেন, তিনি নির্বাচনকালীন সময় প্রচারণার ক্ষেত্রে কাগজের অপচয় রোধ করতে বড় কোনো পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না।
বিজ্ঞাপন
মেঘনা আলম তার নির্বাচনী পরিকল্পনায় সম্পর্কে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের সবচেয়ে নারী-বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও নারীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন, নারীদের জন্য বিশেষ ডে-কেয়ার সিস্টেম চালু, নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তার ইশতেহারে।
তিনি আরও জানিয়েছেন, নির্বাচনে জয় লাভ করলে প্রতি মাসে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ করবেন যাতে মানুষ আইনি অধিকার সম্পর্কে সচেতন হয়। যুবসমাজের নেতৃত্ব বিকাশে থাকবে রাজনৈতিক শিক্ষা কার্যক্রম। এছাড়া, প্রতি তিন মাস অন্তর তিনি সরাসরি জনগণের মুখোমুখি হয়ে ‘টাউন হল মিটিং’ করবেন এবং প্রতিটি সেবাকেন্দ্রে একটি করে কমপ্লেইন্ট বক্স বা অভিযোগ বাক্স রাখা হবে।
এছাড়াও বস্তিবাসী ও সাধারণ পথচারীদের জন্য স্বল্প ব্যয়ে গোসল, ব্রেস্টফিডিং ও লন্ড্রি সুবিধা সম্বলিত আধুনিক পাবলিক ওয়াশরুম। প্রতি মাসে বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও স্বল্পমূল্যে দাঁতের চিকিৎসার ব্যবস্থা করবেন। রাস্তায় চলাচলের জন্য কার্যকর ট্রাফিক কাঠামোর উন্নয়ন। নির্বাচনে জয় পেলে রমজানে বিনামূল্যে ইফতার এবং পুষ্টিচাহিদা পূরণে বিশেষ উদ্যোগ নেবেন তিনি।
মেঘনা বিশ্বাস করেন, সমাজে অপরাধ ও অবক্ষয় দূর করতে মানুষের পুষ্টি, পরিচ্ছন্নতা এবং আইনগত জ্ঞান বৃদ্ধি করা সবচেয়ে জরুরি। কেবল মুখের বুলি নয়, আধুনিক চিন্তা ও আন্তর্জাতিক মানের নেতৃত্ব দিয়ে ঢাকা-৮ আসনকে রূপান্তর করতে চান তিনি।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের মন্তব্য পাওয়া যায়নি।
এই আসনে থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির। তিনি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইএইচ/

