আইপিএলে বিপুল অঙ্কের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েও শেষ পর্যন্ত ব্রাত্যই থাকতে হচ্ছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। বিসিসিআই ও রাজনৈতিক চাপের কারণে তার এই দলছুট হওয়ার বিষয়টি নিয়ে যখন ক্রীড়াঙ্গনে তোলপাড়, ঠিক তখনই ভারতের এমন আচরণের তীব্র নিন্দা জানালেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। সরাসরি ‘ধিক্কার’ জানিয়ে তিনি বিষয়টিকে ‘কুরুচিপূর্ণ’ বলে অভিহিত করেছেন।
সংস্কৃতির প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ধিক্কার
বিজ্ঞাপন
গত রবিবার নিজের জন্মদিনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন মিশা। তিনি বলেন, “মুস্তাফিজ তো আমাদের একটি প্রতীক। যারা রাজনীতির উগ্রতা মিশিয়ে সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের আমি সরাসরি ধিক্কার জানাই।” তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত সম্পূর্ণ স্বাধীন ও উন্মুক্ত।
মুস্তাফিজের বিনয় ও বিসিসিআই-এর অহংকার
বিজ্ঞাপন
মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করে এই অভিনেতা বলেন, “মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। মাশরাফির পর এত সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার চোখে অহংকারের ছিটেফোঁটাও নেই। এমন একজন বিনয়ী তারকাকে এভাবে অপমান করা বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত।”
শিল্প-ক্রীড়ায় রাজনীতির সংঘাত
মিশা সওদাগরের মতে, সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা অত্যন্ত নিম্নরুচির পরিচয়। তিনি বলেন, “খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, যারা উগ্রতার কারণে সংস্কৃতির গণ্ডি ছোট করে দিচ্ছে, তারা খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে। এই মানসিকতা কোনোভাবেই কাম্য নয়।”
আরও পড়ুন: এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে: কুদ্দুস বয়াতি
মুস্তাফিজুর রহমানের মতো একজন আন্তর্জাতিক তারকাকে এভাবে রাজনীতির শিকলে আটকে দেওয়ার চেষ্টার নিন্দা জানিয়ে মিশা সওদাগর নিজের অবস্থানে অনড় থাকেন।
এজেড

