সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে: কুদ্দুস বয়াতি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে: কুদ্দুস বয়াতি 

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তথা আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় ক্ষুব্ধ দেশের বিভিন্ন স্তরের মানুষজন। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে ভারতকে খোঁচা দিয়েছেন কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি। 

নিজের ফেসবুকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বয়াতি। তার-ই ধারাবাহিকতায় মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ভারতকে খুঁচিয়ে তিনি লেখেন, ‘এক সময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।’


বিজ্ঞাপন


মন্তব্যের ঘরে অনুসারীদের অনেকে সমর্থন জানিয়েছেন কুদ্দুস বয়াতিকে। পোস্টটি অনেকের কাছে হয়ে উঠেছে হাস্যরসাত্মক বিষয়। কেউ এ নিয়ে গানও বাঁধতে বলেছেন বয়াতিকে। 

এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জবাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর