মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এমন ভাব নিয়ে মাঠে নামি যে সব উল্টাই ফেলব, জাকের আলীকে কটাক্ষ ইরফানের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

এমন ভাব নিয়ে মাঠে নামি যে সব উল্টাই ফেলব, জাকের আলীকে কটাক্ষ ইরফানের

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার আরেক নাম বলা যায় ব্যাটার জাকের আলীকে।দর্শকরা বিরক্ত তার পারফর্মেন্সে। অভিনেতা ইরফান সাজ্জাদও ত্যক্ত। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেতা। 

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘যে যা বলবে বলুক আমার জাকের ভাইকে অনেক ভালো লাগে! কারণ তার ব্যাটিং স্টাইল আর আমার ব্যাটিং স্টাইল একদম সেইম! এমন ভাব নিয়ে মাঠে নামি যে আজকে মেরে সব উল্টাই ফেলব!মানে তোর একদিন কি আমার একদিন এই অবস্থা আর কি!’


বিজ্ঞাপন


অভিনেতার কথায়, ‘এরপর মাঠে নেমে আল্লাহর নামে ডানে বামে সবদিকে ব্যাট ঘোরাতে থাকি! সবদিকে ব্যাট ঘোরালে একটা সুবিধা হলো দুই একটা বল আন্দাজে ব্যাটে লেগেই যায়! অসুবিধা হলো একটু পরে দেখা যায় আমার রান হয়েছে ১৫ বলে ৫! এরপর নিজের সম্মান বাঁচানোর জন্য অফের তিন হাত বাইরের বল লেগে টেনে এমনভাবে মারি যাতে মনে হয় আমি দলের প্রয়োজনে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলাম! তারপর ভাব নিয়ে চুইংগাম চাবাতে চাবাতে মাঠের বাইরে বের হয়ে গেলাম!’

ইরফান সাজ্জাদ আরও লেখেন, ‘এরপর পরের ম্যাচে একই ভাব নিয়ে মাঠে নামলাম আবার একই ভাব নিয়ে মাঠের বাইরে চলে গেলাম! একে বলে ভাব কৌটায় দলে জায়গা পাওয়া! সো বন্ধুরা জীবনে যাই করো ভাব ছাড়া যাবে না! এটাই সাইন্স!’

ওই পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন ইরফান সাজ্জাদ। ক্যাপশনে লিখেছেন, ‘এটাই জাকের আলীর দলের জায়গা পাওয়ার সাইন্স।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর