শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জয়ার গোপন কথা যে জেনে যায় তাকেই সে হত্যা করে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

শেয়ার করুন:

জয়ার গোপন কথা যে জেনে যায় তাকেই সে হত্যা করে!

বছরের প্রথম দিন সিনেমা মুক্তির খবর জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘ওসিডি’ সিনেমাটি আগামী ৬ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। 

আসন্ন ছবির পোস্টার প্রকাশ করে জয়া লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।’


বিজ্ঞাপন


এক তিক্ত অভিজ্ঞতা একটি শিশুর জীবন কীভাবে নষ্ট করে দিতে পারে, সেটাই তুলে ধরেছেন ভারতের নির্মাতা সৌকর্য ঘোষাল। এ ছবিতে জয়াকে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার চরিত্রের নাম ‘শ্বেতা’। যে সবসময় নিজের অতীতের তাড়া খেয়ে বেড়ায়। একদিন এক রোগী হঠাৎ করেই জয়ার গোপন কথা জেনে যায়। ফলে তাঁকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে বিন্দুমাত্র চিন্তা করে না শ্বেতা। এভাবেই একে একে প্রতিটি মানুষকে মারতে থাকে যারা তার বিপরীতে চলে যায়। 

image

সিনেমা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য বলেন, ‘এই সিনেমাটিতে এমন অনেক মানুষের কথা তুলে ধরা হয়েছে যারা প্রতিনিয়ত এমন কিছু ঘটনার শিকার যা তারা কোনোদিন মুখ ফুটে বলতে পারে না। আমি নিজেও এমন অনেক শিশুদের দেখেছি যারা পরিবারকে পাশে না পেয়ে চুপ করে যায়। অন্যদিকে অপরাধীরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। মাঝখান থেকে একটা গোটা জীবন নষ্ট হয়ে যায়। যার কোনো সমাধান নেই।’  


বিজ্ঞাপন


‘ওসিডি’-এর আগে সৌকর্য পরিচালিত ‘ভূত পুরী’ ছবিতে অভিনয় করেন জয়া। ২০২১ সালে সিনেমাটি শুটিং হলেও এখনও আলোর মুখ দেখেনি। জয়া ছাড়া এ ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, অনুসূয়া মজুমদার এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর