দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী মোহনলালের মা শান্তাকুমারী মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোচির এলামাক্কারায় অভিনেতার বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেতার মায়ের বয়স হয়েছিল ৯০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন অভিনেতার মা।
বিজ্ঞাপন
বিভিন্ন সাক্ষাৎকারে মোহনলালকে বলতে শোনা যায়, পর্দায় তাঁকে আঘাত করা বা কষ্ট পেতে দেখলে কান্নায় ভেঙে পড়তেন তাঁর মা। ক্যারিয়ারের প্রথম দিকে যখন একাধিক খলচরিত্রে অভিনয় করতেন তখন তাঁর মায়ের পক্ষে সেই দৃশ্যগুলো দেখা কঠিন হয়ে পড়ত।

অভিনেতার মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। মোহনলালের মাকে শেষ বিদায় জানাতে এলামাক্কারার বাড়িতে হাজির হয়েছিলেন দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতারা। ৩১ ডিসেম্বর তিরুবনন্তপুরমে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
পাঠানামথিট্টার এলান্থুর গ্রামের বাসিন্দা ছিলেন শান্তাকুমারী। স্বামী বিশ্বনাথন নাইয়ার ছিলেন কেরল সরকারের প্রাক্তন আইনসচিব। দীর্ঘদিন তিরুবনন্তপুরমের মুদাভানমুগল এলাকায় তাঁদের ‘হিল ভিউ’তে থেকেছেন।
ইএইচ/

