বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার সেনাবাহিনীর বিশেষ সম্মাননা পেলেন মোহনলাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

এবার সেনাবাহিনীর বিশেষ সম্মাননা পেলেন মোহনলাল

মালয়ালম তারকা অভিনেতা মোহনলাল। কদর রয়েছে বলিউড ও তামিলা সিনেমায়। চার দশকের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ৪০০ টিরও বেশি সিনেমা। পর্দায় অভিনয়ের পাশাপাশি মানবিক কাজের সঙ্গেও জড়িত তিনি। সমাজে অসামান্য অবদানের জন্য লেফটেন্যান্ট কর্নেল (সম্মানসূচক) পদক প্রাপ্ত মোহনলালকে বিশেষ সম্মাননা দিয়েছেন ভারতের সেনাপ্রধান। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মোহনলালকে এই সংবর্ধনা প্রদান করেন। ২০০৯ সালের মে মাসে মোহনলালকে টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেলের পদ প্রদান করা হয়েছিল। 

1746832796_new-project-2

সেনাবাহিনীর মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ভারতের কেরালা রাজ্যের ওয়ানাড়ে প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন ত্রাণ কার্যক্রমে মোহনলালের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয় ছিল। 

মুখপাত্র আরও জানান, সেবার মানসিকতা, দানশীলতা এবং সেনাবাহিনীর পোশাকের প্রতি শ্রদ্ধা স্বীকৃতিস্বরূপ, সেনাবাহিনীর প্রধান মোহনলালকে চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড (সিওএএস) প্রদান করেন। 

mohonlal

এদিকে নিজের অর্জনের কথা জানিয়েছে সামাজিকমাধ্যমে মোহনলাল লিখেছেন, ‘সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর আমন্ত্রণে উপস্থিত থাকার সৌভাগ্য হয় আমার। সাতজন সেনা কমান্ডারের উপস্থিতিতে আমাকে ‘চিফ অফ দ্য আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড’প্রদান করা হয়েছে। 

এরপর তিনি লেখেন, ‘একজন লেফটেন্যান্ট কর্নেল (সম্মানসূচক) হিসেবে এই স্বীকৃতি পাওয়া আমার জীবনের এক গর্বের মুহূর্ত। এই মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য আমি সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সমগ্র ভারতীয় সেনাবাহিনী এবং আমার টেরিটোরিয়াল আর্মি ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পান মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর