বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছুরিকাঘাতে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

ছুরিকাঘাতে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার 

‘ডিজনি’র বিখ্যাত নাটক ‘দ্য লায়ন কিং’-এ নালা চরিত্রে অভিনয় করা শিশুশিল্পী ইমানি দিয়া স্মিথ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন এলাকায় নিজ বাসভবনে ছুরিকাঘাতে নিহত হন তিনি। 

নিউ জার্সির প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, গত ২১ ডিসেম্বর ৯১১ জরুরি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এডিসনের একটি বাসভবন থেকে ইমানিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আহাত অবস্থায় তাকে নিউ ব্রান্সউইকের রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


হত্যাকাণ্ডের ঘটনায় ইমানির প্রেমিক গ্রেফতার জর্ডান ডি. জ্যাকসন-স্মলকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এটি কোনো আকস্মিক হত্যাকাণ্ড নয়। তারা একে অপরকে আগে থেকেই চিনতেন। অভিযুক্ত জ্যাকসন-স্মলের বিরুদ্ধে হত্যা, শিশুর সুরক্ষা আইন এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

ইমানি স্মিথ ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্রডওয়েতে ‘দ্য লায়ন কিং’-এর ছোটবেলার ‘নালা’ চরিত্রে অভিনয় করেছিলেন। ইমানির খালা কিরা তাকে অসামান্য প্রতিভাবান শিল্পী হিসেবে উল্লেখ করেছেন।


বিজ্ঞাপন


ইমানির মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘এই সহিংসতার পরিণতি অত্যন্ত বেদনাদায়ক।’

ইমানি মৃত্যুকালে তিন বছর বয়সী এক ছেলে সন্তান, বাবা-মা এবং দুই ছোট ভাইবোনকে রেখে গেছেন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর