বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালতামামি

আলোচনার টেবিলে যেসব অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

আলোচনার টেবিলে যেসব অভিনেত্রী

দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটি বছর। ২০২৫ সাল জুড়ে বিনোদন জগতের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একঝাঁক অভিনেত্রী। দর্শক ও অনুরাগীদের ভালোবাসায় কোন অভিনেত্রীরা সবচেয়ে বেশি চর্চিত ছিলেন, চলুন দেখে নেওয়া যাক।  

514045248_746669251212862_1261437365240463354_n


বিজ্ঞাপন


ইধিকা পাল

ওপর বাংলার ইধিকা পাল যেন ঘরে মেয়ে হয়ে উঠেছেন। ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরে সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। প্রথম ছবিতে জায়জয়কার। ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারিয়ারের তৃতীয় ছবি এবং শাকিবের বিপরীতে দ্বিতীয় ছবিতে। ওপর বাংলা থেকে এসে ‘বরবাদ’ করেছেন সিনেমাপ্রেমীদের। ইধিকার অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে। অন্যদিকে বরবাদ ঢালিউডের সবচেয়ে বেশি আয়ের সিনেমা হওয়ায় অন্য অভিনেত্রীদের ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি।  

sabila_nur_1

সাবিলা নূর


বিজ্ঞাপন


বছরটি যেন নিজের করে রাখলেন অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের বিপরীতে 'তাণ্ডব' সিনেমার মাধ্যমে সফল সিনেমা যাত্রা শুরু করেন তিনি। ফলে আলোচনার টেবিলে ছিলেন অভিনেত্রী। বছর শেষে তানিম নূরের বনলতা এক্সপ্রেসে নাম লিখিয়ে ফের আলোচনায় আসেন সাবিলা।

jh

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ বছরে তার অভিনীত ৪ টি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে কোরবানির ঈদে দুটি। তাণ্ডব-এ শাকিবের সঙ্গে জয়া যোগ দর্শকদের মন ছুঁয়েছে। অন্যদিকে হাস্যরস, পরিবার ও সম্পর্কের সিনেমা ‘উৎসব’-এও জয়া মুগ্ধ করেছেন দর্শককে। বছরে জুড়ে এক হালি সিনেমা মুক্তির ফলে বারাবার আলোচিত হয়েছেন তিনি।

image

তমা মির্জা

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত 'দাগি'-সিনেমায় তমা মির্জার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। মুক্তির পর বেশ ব্যবসা করেছে ছবিটি। ফলে এ বছর সফলতা তার চলার সঙ্গী ছিল। ওটিটিতেও প্রশংসিত হয়েছেন তমা। তার অভিনীত ‘আমলনামা’ ওয়েব ফিল্মটি মন ভরিয়েছে দর্শকদের। 

image

তাসনিয়া ফারিণ

দুই বছর পর ‘ইনসাফ’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন তাসনিয়া ফারিণ। পেয়েছেন দর্শকদের ভালোবাসা। ছবির দুইটি গান ‘তোমার খেয়ালে’ ও ‘আকাশেতে লক্ষ তারা ২.o’-এর জন্য বেশ আলোচিত হয়েছেন। বছরের শেষ দিকে ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এ চুক্তিবন্ধ হয়েছেন ফারিণ। 

image

আজমেরী হক বাঁধন

ঢালিউডে নারী কেন্দ্রিক সিনেমা নির্মাণ হয় না বললেই চলে। হলেও সেগুলো আলো ছড়াতে ব্যর্থ। তবে আজমেরী হক বাঁধনের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। চলতি বছরের কোরবানি ঈদে তার সিনেমা ‘এশা মার্ডার’ আলোচনায় ছিল। সিনেমার গল্প, নির্মাণের পাশাপাশি বাঁধনের অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া তার অভিনীত সিনেমা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম তথা আইএফএফআর-এর ৫৫তম আসরে ডাক পাওয়ায় খবরের শিরোনাম হয়েছেন তিনি। পাশাপাশি একাধিক সিনেমার খবর দিয়ে দারুণ একটি বছর কাটালেন বাঁধন।

448619614_3493837097428202_6320243108171377882_n_20240926_174338358

নুসরাত ফারিয়া

রোজার ঈদে সিনেমা হলে মুক্তি পায় 'জ্বীন-৩'। মুক্তির আগে ছবির কন্যা গানটি আনে উৎসবের আমেজ। গানটিতে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে এবং কোমর দুলিয়ে আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। 

Meho_h

মেহজাবীন চৌধুরী

চলতি বছর ব্যক্তিগত ও পেশাগত কারণে আলোচনায় ছিলেন মেহজাবীন চৌধুরী। হলে আসে তার দ্বিতীয় সিনেমা ‘সাবা’। ছবিটি খুব একটা দর্শক টানতে পারেনি। ব্যবসায়িক দিক থেকে পিছিয়ে পড়লেও আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়ায় ছবিটি। 

image

নৈঋতা হাসিন রৌদ্রময়ী

সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করে নৈঋতা হাসিন রৌদ্রময়ী। প্রথম ছবিতেই সফলতার দেখা পেয়েছে। নৈঋতার অভিনয়ের প্রশংসা ছিল দর্শকদের মুখে মুখে। সিয়াম-বুবলীর মতো তারকাদের ভিড়ে এই শিশুশিল্পীর অভিনয় মুগ্ধ করে। তার অভিনয় দেখে প্রেক্ষাগৃহে কান্নায় ভেঙে পড়েছিলেন অনেক দর্শক।  

tanjina

তানজিন তিশা

বছরের শেষ ভাগে এসে সিনেমাতে নাম লেখান তানজিন তিশা। শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এ জুটি বেঁধেছেন তিনি। তিশার সিনেমা যাত্রার শুরু করার কথা টলিউডে। তবে নানা জটিলতায় শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এদিকে বছরের শুরুতে ‘ঘুমপরী’ ওয়েব সিনেমার জন্য দর্শক মহলে আলোচনায় ছিলেন তিনি। 

ইএইচ/ আরআর 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর