রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চিকিৎসাধীন অবস্থায় জনপ্রিয় অভিনেতার মৃত্যু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

চিকিৎসাধীন অবস্থায় জনপ্রিয় অভিনেতার মৃত্যু 
মালায়ালাম চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক শ্রীনিবাসন আর নেই

মালায়ালাম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক শ্রীনিবাসন আর নেই। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ত্রিপুনিথুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা শ্রীনিবাসন দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর আগের দিন শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে ২২৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীনিবাসন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও সুখ্যাতি রয়েছে। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নাদোদিকাত্ত’, ‘সন্দেশম’, ‘পট্টনাপ্রবেশম’, ‘জ্ঞান প্রকাশন’ ‘কথা পারায়ুম্পোল’। 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি, এখন কেমন আছেন? 


বিজ্ঞাপন


তাঁর পরিচালিত ‘ভাদাক্কুনোক্কিয়ানথ্রম’ এবং ‘চিন্তাবিশ্তায়া শ্যামলা’ চলচ্চিত্র দুটি জাতীয় ও রাজ্য পর্যায়ে পুরস্কৃত হয়।

শ্রীনিবাসন মৃত্যুতে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শোবিজ তারকারা শোক প্রকাশ করেছেন। অভিনেতা মোহনলাল, মামুট্টিসহ অনেকেই তাঁদের প্রিয় সহকর্মীকে শ্রদ্ধা জানাতে হাসপাতালে ভিড় করেন। সামাজিক মাধ্যমে ছেয়ে গেছে ভক্তদের শোক বার্তায়। অনুরাগীরা বলছেন, শ্রীনিবাসনের চলে যাওয়া মালায়ালাম সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি।  

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী বিমলা এবং দুই পুত্র বিনীত ও ধ্যান শ্রীনিবাসনকে রেখে গেছেন। অভিনেতার দুই ছেলে মালায়ালাম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর