রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি, এখন কেমন আছেন? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ এএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি, এখন কেমন আছেন? 

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ে ডিজে ডেভিড গেটার একটি কনসার্টে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার বিকেলে নোরা যখন সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাচ্ছিলেন, তখন এক মদ্যপ চালক দ্রুতগতিতে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির জানালা ক্ষতিগ্রস্ত ও নোরার মাথায় প্রচণ্ড আঘাত পান। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো চোট না থাকলেও তিনি মাথায় আঘাত পেয়েছেন।


বিজ্ঞাপন


দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যম নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আজ দুপুরে আমি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একজন মদ্যপ ব্যক্তি আমার গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে আমার মাথা জানালার কাচে গিয়ে লাগে।’

বড় কোনো বিপদ না হওয়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নোরা লেখেন, ‘আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। এটি আরও ভয়াবহ হতে পারত।’

আহত হওয়া সত্ত্বেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সানবার্ন ফেস্টিভ্যালে ডিজে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে মাতিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে নোরা বলেন, ‘আমি কখনোই মদ বা নেশাজাতীয় দ্রব্যের পক্ষে নই। ২০২৫ সালে এসেও মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, এটা অবিশ্বাস্য। দয়া করে কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না।’

মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর