মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। তিনি দাবি করেছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছিল। ওই সাক্ষাৎকার মুহূর্তেই ভাইরাল হয় এবং শোবিজ অঙ্গনে রীতিমতো সাড়া ফেলে দেয়। প্রাক্তন স্ত্রীর এমন মন্তব্যের পর চুপ থাকেন শানু। আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
এবার প্রাক্তন স্ত্রী রীতার নামে মুম্বাই হাইকোর্টে মানহানির মামলা করেছেন কুমার শানু। ১৭ ডিসেম্বর মামলার শুনানি হয়। শুনানিতে গায়ক তাঁর ভাবমূর্তি নষ্ট এবং মিথ্যে অপবাদ দেওয়ার কারণে প্রাক্তন স্ত্রীর কাছে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়েছেন। ভারতীয় গণমাধ্যমের উঠে এসেছে এ তথ্য।

কুমার শানুর আইনজীবী সানা রাইস খান জানিয়েছেন, ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি বান্দ্রা ফ্যামিলি কোর্টে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। সে সময় তাঁরা দুই পক্ষই জানিয়েছিলেন যে তাঁরা ভবিষ্যতে একে অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ আনবেন না বা করবেন না। সাক্ষাৎকারগুলোতে রীতা যে মন্তব্য করেছিলেন, তাতে তিনি দুই দশক আগে করা চুক্তি লঙ্ঘন করেছেন।
এর আগে ২৭ সেপ্টেম্বর কুমার শানু তার প্রাক্তন স্ত্রী রীতা এবং যে ইউটিউব চ্যানেলগুলোতে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল তাঁদের নামেও আইনি নোটিশ পাঠান। নোটিশে জানান হয়, সাক্ষাৎকারগুলো না সরালে ভুক্তভোগী আইনানুগ ব্যবস্থা নেবেন।
২০০১ সালে কুমার শানু এবং রীতা ভট্টাচার্যের বিচ্ছেদ হয়। তাঁদের একটি ছেলেও আছে, জান কুমার শানু।
ইএইচ/

