রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছয় বছরের লিভ ইন, দুই সন্তান জন্মের পর প্রেমিকাকে বিয়ে অর্জুন রামপালের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

ছয় বছরের লিভ ইন, দুই সন্তান জন্মের পর প্রেমিকাকে বিয়ে অর্জুন রামপালের 

মডেল মেহর জেসিয়ার সঙ্গে দুই দশকের সংসার ভেঙে গেলে আর বিয়ে করেননি বলিউড তারকা অর্জুন রামপাল। তাই বলে একা নেই। পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে ছয় বছর ধরে লিভ ইন করছেন। রয়েছে দুই সন্তান। এবার দিলেন বিয়ের খবর।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়া চক্রবর্তীর পডকাস্টে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানে সম্পর্ক নিয়ে কথা বলছিলেন তারা। এক পর্যায়ে গ্যাব্রিয়েলা বলেন, “আমরা এখনও বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে ভবিষ্যতে কী হতে পারে?” 

Arjun-Rampal

এ সময় সঙ্গে সঙ্গে অর্জুন রিয়াকে বলেন, “আমাদের বাগদান হয়ে গেছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এই কথাটা।”এভাবেই বিয়ে সম্পর্কে তথ্য দিয়েছেন অভিনেতা। 

২০১৮ সালে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান অর্জুন-গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে লেনাদেনা চুকানোর কয়েক মাস পরই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান আসে এ জুটির ঘরে। তবে কাগজে কলমে বাঁধা ছিলেন না এতদিন। এবার সে পথে হাঁটছেন। 

article-2023616220050672306000

সম্প্রতি মুক্তি পেয়েছে ধুরন্ধর সিনেমা। এতে অভিনয় করেছেন অর্জুন। অল্প সময়ের জন্য দেখা গেলেও প্রশংসিত হয়েছেন অভিনেতা। এরইমধ্যে অনুরাগীদের দিলেন আরও এক সুখবর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর