ফের বাবা হলেন বলিউড তারকা অর্জুন রামপাল। দীর্ঘদিনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিত্রিয়াদেজের গর্ভে জন্ম হয়েছে অভিনেতার চতুর্থ সন্তানের। পুত্রসন্তানের পিতা হওয়ার সংবাদটি সামাজিক মাধ্যমে অর্জুন নিজেই জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে অর্জুন লিখেছেন, ‘‘আমার পরিবার ও আমার জীবনে একটা ফুটফুটে পুত্রসন্তান এলো। মা আর ছেলে দু’জনেই ঠিক আছে। মনটা ভালো লাগায় আর কৃতজ্ঞতায় ভরে যাচ্ছে। এত ভালবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
বিজ্ঞাপন
চলতি বছরের এপ্রিলে নিজের মা হওয়ার সংবাদ দিয়েছিলেন গ্যাব্রিয়েলা। ইনস্টাগ্রামে দুটি ছবি প্রকাশ করেছিলেন । সেখানে দেখা গিয়েছিল, বাদামী রংয়ের গাউন পরে আছেন গ্যাব্রিয়েলা। কাঁধে ছড়ানো ঘন কালো চুল। আলতো হাতে স্পর্শ করে রয়েছেন নিজের স্ফীতোদর।
২০১৮ সালে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান অর্জুন-গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে লেনাদেনা চুকানোর কয়েক মাস পরই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান এলো এ জুটির ঘরে। তবে কাগজে কলমে এখনও জীবনসঙ্গী হননি অর্জুন-গ্যাব্রিয়েলা। হৃদয়ের ওপর নির্ভর করেই বেঁধেছেন সংসার।

