বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতীয় সিনে সংগঠনের নিষেধাজ্ঞা, তবুও পাকিস্তান যাবে আলিয়া! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

ভারতীয় সিনে সংগঠনের নিষেধাজ্ঞা, তবুও পাকিস্তান যাবে আলিয়া! 

ভারত-পাকিস্তানের সম্পর্কের বৈরিতার প্রভাব পড়েছে দেশ দুটির বিনোদন অঙ্গনের ওপরও। দেশটির সিনে সংগঠনগুলো পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করেছিল। যদিও উচ্চ আদালত খারিজ করে দিয়েছেন। তারপরও পাকিস্তানে নিজেদের শিল্পীদের দেখতে চান না ভারতীয়রা। তা স্বত্বেও দেশটিতে যাবেন আলিয়া ভাট!

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র উৎসবে জনৈক পাকিস্তানি সাংবাদিক আলিয়াকে প্রশ্ন ছোড়েন, আপনি কি পাকিস্তানে যাবেন কখনও? 


বিজ্ঞাপন


জবাবে অভিনেত্রী বলেন, “কাজের জন্য আমাকে যেখানে যেতে হবে, সেখানেই যাব।” আলিয়াকে জিজ্ঞেস করা হয় যে, আন্তর্জাতিক ময়দানে ভারতের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কি বাড়তি চাপ থাকে? সেক্ষেত্রে অভিনেত্রী বলেন, “একদমই নয়, বরং এটা আমার জন্য ভীষণই গর্বের বিষয়।”

‘হার্ট অফ স্টোন’ সিনেমা দিয়ে হলিউডে জায়গা করে নিয়েছেন আলিয়া। মুক্তির অপেক্ষায় তার স্পাই সিনেমা ‘আলফা’। ছবিটি চলতি বছর আসার কথা থাকলেও আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর