বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সন্ধান মেলেনি শিশু সাজিদের, যে প্রশ্ন রাখলেন যাহের অলভী?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

সন্ধান মেলেনি শিশু সাজিদের, যে প্রশ্ন রাখলেন অলভী?

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি ডিপ টিউবওয়েলের বোরিং পাইপের ভেতরে পড়ে যাওয়া শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভাব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ ফুট পর্যন্ত খনন করেও পাওয়া যায়নি। 

পাইপের ভেতরে শিশু পড়ে যাওয়ার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধার না করতে পারায় অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বাদ যাননি শোবিজ তারকারা।  


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক আবেগঘন পোস্টে অভিনেতা যাহের আলভী লিখেছেন, ‘কোথায় নিরাপদ আমরা? কোথায় নিরাপদ আমাদের শিশুরা? শিশু সাজিদের কথা ভাবলেই নিজের সন্তানের কথা মাথায় ঘুরছে। ২৪ ঘন্টা পার হয়ে গেল, সাজিদ কি আর নিঃশ্বাস পাচ্ছে?’

rajshahi

তিনি আরও লিখেছেন, ‘প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা? টেকনোলজিতে কতটা পিছিয়ে এবং সবশেষে দায়িত্বহীনতায় কতটা উর্ধ্বে আমরা! এক বছর আগের খনন করা কূপ এখনও মুখখোলা!’


বিজ্ঞাপন


সবশেষে এই তারকা লিখেছেন, ‘সাজিদ বাবা এই পৃথিবী-মানুষ-দেশ-দায়িত্বহীন জাতিকে তুমি কোনোদিন মাফ কইরোনা।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর