শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেঁচে থাকতে পাকিস্তানি সিরিয়াল আমদানি মেনে নেব না: আলভী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

বেঁচে থাকতে পাকিস্তানি সিরিয়াল আমদানি মেনে নেব না: আলভী

সম্প্রতি বিদেশি ধারাবাহিক নাটকের জনপ্রিয় দিন দিন বাড়তে আছে। দেশীয় চ্যানেলগুলোতে বিদেশি সিরিয়াল প্রচারও বেড়েছে। তুরস্ক, জাপানি, কোরিয়ান ধারাবাহিকের পর এবার পাকিস্তানি নাটক আমদানী হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। 

বুধবার (২১ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেতা। সেই সাথে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন জীবন থাকতে পাকিস্তানি নাটক আমদানি হতে দেবেন না। 


বিজ্ঞাপন


485308390_1693749675356350_7511563619837066508_n

তিনি জোরালোভাবে উল্লেখ করেন, ‘আমি যাহের আলভী- লাউড এবং ক্লিয়ারলি বলছি । যে সকল বাংলাদেশী চ‍্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও প্রচার করবে, সে সকল চ‍্যানেলে আমার নাটক যাবেনা। আমি সেই সকল চ‍্যানেলের কোন নাটকে অভিনয় করব না।’  

যাহের আলভী-নিলয় আলমগীরের লড়াই

কারণ উল্লেখ করে আলভী লিখেছেন, ‘বর্তমানে ইন্ডাস্ট্রি এক চরম অনিশ্চয়তায় আছে। সরকার পতনের পর কোনো বড় প্রতিষ্ঠান অথবা ব‍্যক্তিই সুনির্দিষ্ট অর্থলগ্নি করছে না নাটকে। দুইজন ব‍্যতীত। ফলে আমার ইন্ডাস্ট্রির খেটে খাওয়া মানুষগুলো খুব দুর্বিসহ দিন পার করছে।’


বিজ্ঞাপন


500396983_1745520273512623_2626899844053835663_n

এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘৯০ ভাগ ডিরেক্টর, আর্টিস্ট, ক‍্যামেরাম‍্যন, মেকাপম‍্যান ঘরে বসে দিন পার করছে আর সুদিনের আশায় আছে। যেখানে আমার দেশের, আমার ইন্ডাস্ট্রির মানুষ বসে থাকবে আর কষ্টে থাকবে, সেখানে চ‍্যানেলে পাকিস্তানি সিরিয়াল চলবে, এটা আমি বেঁচে থাকতে মেনে নেব না।’

ঈদে দেড় ডজন নাটকে যাহের আলভী

তিনি আরও লিখেছেন, ‘অনেকেরই ধারণা নেই, আমাদের নাটক ইন্ডাস্ট্রি কোন রসাতলে যাচ্ছে! কতটা দুর্ভিক্ষের পথে হাটছি আমরা। সবাই এখন ইয়া নাফসি মনোভাব নিয়ে আছে। আগে আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি, আমার টেকনিশিয়ান, আমার শিল্পীরা বাঁচব। তারপর বাকী সব। কোনো বিদেশি নাটক আমদানীর পক্ষে নেই আমি।’

সবশেষে আলভী লিখেছেন, ‘আমার মতো মেরুদণ্ডী কোন হিরো যদি ইন্ডাস্ট্রীতে থেকে থাকে, আমার সেই ভাইদের কাছ থেকেও আমি এই উদ্যোগ আশা করব। অথবা এটা আমার একারই যুদ্ধ। লাউড এ‍্যান্ড ক্লিয়ার।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর