বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুবাইয়ে শাহরুখের নামে বাড়ির নাম, ঘোষণা ‘পাঠান ২’-এর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

দুবাইয়ে শাহরুখের নামে বাড়ির নাম, ঘোষণা ‘পাঠান ২’-এর

তারকাদের নামে স্থাপনার নামকরণ নতুন কিছু না। এবার সে তালিকায় বলিউড বাদশাহ শাহরুখ খান। দুবাইয়ে তার নামে একটি বহুতল ভবনের নামকরণ করা হয়েছে। সেইসঙ্গে দেওয়া হয়েছে আরও একটি সুখবর। আসছে ‘পাঠান ২’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি দুবাইয়ে একটি রিয়েল এস্টেটের অনুষ্ঠানে যোগ দিতে যান কিং খান। সেখানে তার নামে টাওয়ারের নামকরণের আনুষ্ঠানিকতা করা হয়। অনুষ্ঠান চলাকালীন কিং খানের নাম স্পষ্ট হয় সে বাড়ির গায়ে। সঙ্গে আসে ‘পাঠানে’র সিক্যুয়েলের ঘোষণা। উপস্থাপক ছবির ঘোষণার সময় পাশেই হাসিমুখে উপস্থিত ছিলেন বাদশাহ।

heres-when-shah-rukh-khan-could-release-the-first-look-of-pathan-001

উপস্থাপক বলেন, 'যখন কোনো ছবি ব্লকবাস্টার হয়, তখন তার সিক্যুয়েল আসেই। যেমন ‘পাঠান’। কী ঠিক তো? ‘পাঠান ২’ আসছে।' এ সময় শাহরুখ ধন্যবাদ জানান তাকে। তবে এ বিষয়ে নির্মাতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

এ সময় শহারুখ বলেন, ‘লন্ডনে ডিডিএলজির ব্রোঞ্জ মূর্তি তৈরি হলো আমার, জাতীয় পুরস্কার জিতলাম, দুবাইয়ে একটা বাড়ি হলো আমার নামে। মা-বাবা হয়তো স্বর্গে বসে আমাকে নিয়ে গর্ব করছেন। আমার জন্য একটা বড় মুহূর্ত এটি।’

shah_rukh_khan_pathaan_1708433919582_1708433925370

তবে নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ছবিটি নিয়ে। তাই বিস্তারিত জানার উপায় নেই। বর্তমানে শাহরুখ ব্যস্ত কিং নিয়ে। নতুন বছর মুক্তি পাবে ছবিটি। ধারণা করা হচ্ছে ২০২৭ সালে শুরু হতে পারে পাঠান ২ -এর কাজ। শুটিং হবে চিলিতে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর