শেষবার জেমস বন্ড পর্দায় হাজির হয় ২০২১ সালে। এরপর বছর চারেক গেলেও দেখা মেলেনি বন্ডের। এদিকে সম্প্রতি সিরিজটির অনুরাগীদের প্রশ্ন, কে হচ্ছেন নতুন জেমস বন্ড? ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্টের ভূমিকায় অবতীর্ণ হতে চান? প্রশ্নের সম্মুখীন হয়েছেন শাহরুখ খানও।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র নায়ক-নায়িকার ব্রোঞ্জমূর্তি উন্মোচিত হয়েছে। উন্মোচনে খোদ শাহরুখ-কাজল গিয়েছিলেন সেখানে। এরপর তারা মুখোমুখি হন আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির।
বিজ্ঞাপন
বিবিসি শাহরুখকে প্রশ্ন করে, এখন তো শাহরুখ চুটিয়ে অ্যাকশন ছবি করছেন। এরপর কি জেমস বন্ডও হতে পারেন তিনি? জবাবে বাদশা বলেন, ‘‘নাহ, আমার উচ্চারণটা ওরকম নয়। আমার শেকেন মার্টিনিও (বন্ডের পছন্দের পানীয়) ভালো লাগে না। আমি খুব একটা বেশি অ্যাকশন ছবি করিওনি। বলতে গেলে, আমি সব সময় অ্যাকশন ছবিই করতে চেয়েছিলাম। কিন্তু এরপরই আমার জীবনে আসে কাজল। আর কাজলের বিপরীতে আপনি তো আর অ্যাকশন ছবি করতে পারেন না। সেই কারণেই আমি রোম্যান্টিক ছবি বেছে নিই।”
কাজল টিপ্পনী কাটেন, তাকে ছাড়াও বহু ছবি করেছেন ‘ডন’। জবাবে কিং খান বলেন, ‘‘হ্যাঁ। কিন্তু আমরা যেগুলোর জন্য পরিচিত, সেগুলো আমরা একসঙ্গে করেছি। এটা অস্বীকার করতে পারব না। তবে আমি কয়েকটা অ্যাকশন ছবি করেছি। কারণ আমার সবসময় মনে হয়েছিল আমি পারব। যদিও একটু দেরি করেই সেগুলো করেছি। উপভোগও করেছি। আর আমি জেমস বন্ডকে চিনি না, তবে শন কনারিকে অবশ্যই চিনি!”
বর্তমানে শাহরুখ ব্যস্ত কিং সিনেমা নিয়ে। সবশেষ ২০২৩ সালে তাকে দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। একই বছর আরও দুইটি সিনেমা ‘জাওয়ান’ ও ‘পাঠান’ উপহার দিয়েছিলেন তিনি। যা বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছিল।

