লাইফ সাপোর্টে থাকে ছোটপর্দার অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এক সপ্তাহ পর আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে চোখ খুলেছেন অভিনেতা। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী হুমায়রা নওশিন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন তিনু। তবে এখনও কত দিন থাকতে হবে, তা জানাননি চিকিৎসকেরা।
বিজ্ঞাপন
অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন বলেন, ‘সকালে চোখ খুলেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কিছুটা উন্নতির দিকে। তবে এখান থেকে সুস্থ হতে একটা দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন তারা।’
এর আগে গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে দুই দিন আগে শরীরের অবস্থা একটু ভালো হলে তাঁকে কেবিনে দেওয়া হয়। কিন্তু গতকাল রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ, এরপর ৩ ডিসেম্বর বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে।
দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।
ইএইচ/

