বলিউড তারকা রণবীর সিং ভক্তদের অপেক্ষার অবসান। শুক্রবার বক্স অফিসে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’। ছবি মুক্তির আগেই দুই কোটি রুপির অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়েছিল। মুক্তির পর থেকে ইতিবাচক রিভিউ পাচ্ছে ছবিটি।
ভারতীয় সাংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ছবির তারকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন রণবীর সিং। জানা গেছে, প্রায় ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। ভারতীয় গোয়েন্দা এজেন্ট এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের চরিত্রে অভিনয় করছেন রণবীর।
বিজ্ঞাপন
এদিকে ছবির নায়িকা সারা অর্জুনের পেয়েছেন মাত্র ১ কোটি রুপি। এ ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল।
অজয় সান্যালের চরিত্রে অভিনয় করা আর মাধবন পেয়েছেন ৯ কোটি, অক্ষয় খান্না ২.৫ কোটি নিয়েছেন। ছবিতে একজন ক্রাইম লর্ডের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় খান্না।
বিজ্ঞাপন
পাকিস্তানি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। এ চরিত্রের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি। এছাড়াও অর্জুন রামপাল ১ কোটি। তবে চলচ্চিত্র নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ইএইচ/

