শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে সবাই বলে দারুণ, নারীর বেলায় বলে কেন করলে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে সবাই বলে দারুণ, নারীর বেলায় বলে কেন করলে

সংসার, লিভ টুগেদার, সিঙ্গেল— সব জীবন চেনাজানা মালাইকা অরোরার। বয়সে বড় পুরুষের সঙ্গে ঘর করেছেন, ছোটর সঙ্গে থেকেছেন। অভিজ্ঞতার ঝুলি তার বেশ সমৃদ্ধ। এ বলিউড তারকার উপলব্ধি, পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে সবাই বলে দারুণ। আর নারীর বেলায় বলে, এটা কেন করলে! 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে কথাগুলো বলেছেন মালাইকা। তিনি মনে করেন। সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে। তার স্পষ্ট বার্তা, ‘আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে—তাহলে সবাই বলে, “ওয়াও, কী দারুণ!” কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তির তার দিকেই ছোড়া হয়—“এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই?” এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে।’

malayka_20241411001_20250322_122920248_(1)

বারখা দত্তর ‘মোজো স্টোরি’র সঙ্গে আলাপচারিতায় মালাইকা বলেন, ‘আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাঁদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে।’

২০ বছর বয়সে মিডিয়ায় নাম লেখান মালাইকা। ১৯৯৮ সালে ‘ছাইয়া ছাইয়া’ গানের মাধ্যমে পান জনপ্রিয়তা। ওই বছর ঘর বাঁধেন সালমান খানের ছোট ভাই আরবাজ খানের সঙ্গে। দুই দশক পর ভেঙে যায় সে ঘর।

malaika_20251030_160900875

এরপর মালাইকা লিভ ইন করেছেন হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে। এতে সহ্য করতে হয়েছে কটাক্ষ। অন্যদিকে আরবাজ নিজের অর্ধেক বয়সী মেকআপ আর্টিস্ট শুরাকে বিয়ে করে সন্তানের বাবা হয়েছেন। অভিনন্দনে ভাসিয়েছে সবাই। ব্যক্তিজীবনের অভিজ্ঞতা থেকেই হয়তো এমন উপলব্ধি মালাইকার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর