মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কী চলে সালমান খানের খামারবাড়িতে, ফাঁস করলেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

কী চলে সালমান খানের খামারবাড়িতে, ফাঁস করলেন অভিনেত্রী 

সালমান খানের খামারবাড়ি নিয়ে মানুষজনের আগ্রহ তুঙ্গে। তবে ভাইজানের বিশেষ বন্ধুরা ছাড়া সেখানে প্রবেশ নিষেধ। সেই অধিকারে দুই দিন থাকার সুযোগ মিলেছিল শেহনাজ গিলের। এবার ফাঁস করলেন খামারবাড়ির ভেতরের খবর।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গিল বলেন, “কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই-এক দিন থেকেও ছিলাম। খুব মজা করেছিলাম।”


বিজ্ঞাপন


shehnaaz_20250221_125540493

টাইগারের খামারবাড়িতে রয়েছে অসংখ্য মোটর বাইক ও গাড়ি। সেসব স্মৃতি ভাগ করে নিয়ে এ অভিনেত্রী বলেন,  “আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এদিক-ওদিক ঘুরে বেড়াতাম।”

শেহনাজ বলেছেন, “সালমান গাছ থেকে ফল পাড়তেন। স্যর খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ। সারা দিন কৃষকদের মতো পরিশ্রম করেন।” তার মতে, সালমান নাকি মাটির মানুষ। বরাবর তিনি মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন।

gill_20230930_181008084_(1)


বিজ্ঞাপন


শেহনাজের কথা শুনে বোঝা যায় বেশ ফুর্তিতে কেটেছে সালমানের খামারবাড়িতে। তিনি বলেন, “আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কী ভাবে অভিনয় করতে হয়, সেটা আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। ওঁর অগাধ জ্ঞান ছবি ও অভিনয় নিয়ে। সেগুলি আমাদের সঙ্গে ভাগ করে নিতেন।”

বলিউডে শেহনাজের যাত্রা শুরু বিগ বসের ঘর থেকে। এর ১৩তম আসর থেকে সালমানের সঙ্গে পরিচয় তার। তখন থেকেই সখ্যতা। এ অভিনেত্রী বি-টাউনে জায়গা করে দিতে অভিনেতার ভূমিকার কথা কারও অজানা না। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর