মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্মেন্দ্রর মৃত্যু গুজব, ক্ষুব্ধ এশা, হেমা মালিনী বললেন ক্ষমার অযোগ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

ধর্মেন্দ্রর মৃত্যু গুজব, ক্ষুব্ধ এশা, হেমা মালিনী বললেন ক্ষমার অযোগ্য

হেমা মালিনী, সানি দেওল নিয়মিত সামাজিক মাধ্যমে জানাচ্ছেন, ধর্মেন্দ্র বেঁচে আছেন। অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও লিখছেন তারা। এরইমধ্যে ছড়ায় মারা গেছেন ধর্মেন্দ্র। গতকাল সোমবার রাতে খবরটি ছড়াতেই ক্ষুব্ধ ধর্মেন্দ্রর স্ত্রী কন্যারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ধর্মেন্দ্রের মেয়ে এশা দেওল লেখেন, “বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”ক্ষুব্ধ হেমা লিখেছেন, “যে হারে ভুয়া খবর ছড়ানো হচ্ছে, তা ক্ষমার অযোগ্য।”


বিজ্ঞাপন


এশা আরও লেখেন, “সম্ভবত চাপে পড়ে সংবাদমাধ্যম বাবার ভুয়া মৃত্যুসংবাদ পরিবেশন করেছে। আমাদের বাবা আগের তুলনায় ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ৮৯ বছরের ধর্মেন্দ্র। খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। তখন থেকেই তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলিউড। বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন। 


বিজ্ঞাপন


এদিকে অসুস্থ ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে তারকাদের ভিড়। রাতেই ছুটে যান সালমান খান ও শাহরুখ খান। আরও অনেকে যাচ্ছেন বর্ষীয়ান এ তারকাকে দেখতে।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর