বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্মেন্দ্রর অসুস্থতায় উদ্বেগ বলিউডে, হাসপাতালে গেলেন সালমান-শাহরুখ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০১:০৬ এএম

শেয়ার করুন:

ধর্মেন্দ্রর অসুস্থতায় উদ্বেগ বলিউডে, হাসপাতালে গেলেন সালমান-শাহরুখ

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। তার বয়স ৮৯ বছর। শারীরিক অসুস্থতার কারণে তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১০ নভেম্বর) অভিনেতা-রাজনীতিবিদ ও ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এক্স (টুইটার) প্ল্যাটফর্মে স্বামীর স্বাস্থ্যের আপডেট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘হাসপাতালে পর্যবেক্ষণের জন্য ভর্তি থাকা ধরমজির প্রতি সবার উদ্বেগের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তাকে ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং আমরা সবাই তার সঙ্গে আছি। আমি আপনাদের সকলকে তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি।’


বিজ্ঞাপন


ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর অনেক বলিউড তারকাই হাসপাতালে ছুটে যান। তাদের মধ্যে সালমান খান, শাহরুখ খান ও আরিয়ান খান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: না ফেরার দেশে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা

ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এক বিবৃতিতে বলা হয়, ‘মি. ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তী আপডেট পাওয়া গেলে জানানো হবে। তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে এবং পরিবারের গোপনীয়তা রক্ষা করতে অনুরোধ জানানো হচ্ছে।’

এর আগে, চলতি বছরের অক্টোবরের শুরুতেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার দলের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল,
‘বয়স বিবেচনায় তাকে নিয়মিত পরীক্ষার জন্য ভর্তি করা হয়। তিনি একেবারেই ভালো আছেন, উদ্বেগের কিছু নেই।’


বিজ্ঞাপন


উল্লেখ্য, আসছে ডিসেম্বরেই ৯০ বছরে পা দিতে যাচ্ছেন ধর্মেন্দ্র। বয়স সত্ত্বেও তিনি এখনও পর্দায় সক্রিয়। শিগগিরই তাকে দেখা যাবে শ্রীরাম রাঘবন পরিচালিত জীবনীমূলক যুদ্ধনাটক ‘ইক্কিস’-এ। ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন অগস্ত্য নন্দা ও জয়দীপ আহলাওয়াত। সিনেমাটি ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানা গেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর