মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

নারীরাই পুরুষদের হৃদরোগ ও মানসিক রোগের কারণ: রঘু রাম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম

শেয়ার করুন:

নারীরাই পুরুষদের হৃদ্‌রোগ ও মানসিক রোগের কারণ: রঘু রাম
রঘু রাম

জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোডিজ’-এর বিচারক হিসেবে পরিচিত রঘু রামকে ঘিরে ফের বিতর্ক। সম্প্রতি একটি পডকাস্টে তিনি দাবি করেছেন যে, পুরুষদের মানসিক এবং শারীরিক অসুস্থতার মূল কারণ হলো নারীরা। রঘুর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই এই বক্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলে সমালোচনা করছেন।  

পডকাস্ট সাক্ষাৎকারে রঘু বলেন, ‘মেয়েদের সমস্যা অনেক। এদের আবেগপ্রবণ পুরুষ চাই। কিন্তু পেলে তাকে গ্রহণ করতে পারে না। যখন একজন পুরুষ নিজের আবেগ উজাড় করে দেয় তখন মেয়েরাই বলে তুমি তো মেয়েদের মতো। এই মেয়েদের কারণেই ছেলেরা সব কিছু নিজেদের মধ্যে চেপে রাখে। যার পরিণতি, ষাট বছর বয়সে হৃদরোগ।’ 

1732786365_raghu

রঘু মনে করেন পুরুষেরা যখনই কিছু বলে পরবর্তীতে নারীরা সেটাই হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তিনি তাঁর অভিজ্ঞতা থেকে দেখেছেন পুরুষদের তুলনায় নারীরা অনেক বেশি হিংস্র। রঘুর কথায়, ‘দুটো ছেলের মধ্যে ঝামেলা হলেও এতটা নীচে তারা নামে না। মেয়েরা যতটা পারে নামে। পুরুষদের একটা সীমা থাকলেও নারীরা সেই সীমা মানে না।’

রিয়েলিটি শো ‘রোডিজ’-এর হাত ধরে জনপ্রিয় হয়েছিল রঘু রাম। একটানা ১১ বছর বিচারকের দায়িত্ব সামলেছেন। বিচারক থাকাকালীন সময় তার ওপর একাধিকবার প্রতিযোগীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। ফলে একসময় সে জনপ্রিয়তা ক্রমশই কমতে থাকে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর