মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম

শেয়ার করুন:

বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলেন অভিনেত্রী
দুরেফিশান সেলিম

পাকিস্তানের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। চরিত্রকে জীবন্ত করে তুলতে তার জুড়ি মেলা ভার। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। তার অভিনীত নাটকগুলো দেখতে ইউটিউবে দর্শক ভিড় জমান মৌমাছির মতো। সম্প্রতি অভিনেত্রীর একটি মন্তব্যে জড় তুলেছেন নেটদুনিয়ায়। 

পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ব্যক্তিগত ও পেশা জীবন নিয়ে খোলামেলা আলাপ করেছেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায় সঞ্চালকের এক প্রশ্নের জবাবে দুরেফিশান বলেন, ‘আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল।’ 

Screenshot_2025-10-27_at_11-09-55_Instagram

অভিনেত্রীর এই সরল স্বীকারোক্তিতে অবাক হয়ে পড়েন আরেক অতিথি অভিনেতা মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির। জুলফিকার জানতে চান, জায়নামাজ চুরি করতে আপনার লজ্জা লাগেনি? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম এ কারণে আল্লাহ হয়তো আমাকে কোনো গুনাহ দেবেন না। কারণ আমি নামাজের জন্যই এটি ব্যবহার করব।’

এরপরই জুলফিকার বলেন, ‘তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করেন, তাদেরও ক্ষমা করা উচিত।’ এ কথা শুনে সবাই হাসতে শুরু করেন। অনুষ্ঠানের ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছে। অভিনেত্রীর অজানা কথা শুনে দুরেফিশানের প্রশংসা করছেন। একজন লেখেন, ‘শয়তানও দ্বিধায় পড়ে যাবে।’ অন্য একজন লিখেছেন,’কি কিউট!’

Screenshot_2025-10-27_at_11-09-31_Instagram

২০২০ সালে ‘দিল রুবা’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন দুরেফিশান। একই বছর ‘ভারা’ টিভি সিরিজে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর