ভারতীয় বিয়ের পোশাকে বিয়ের পিঁড়িতে বসে চরম ট্রলের শিকার পাকিস্তানি অভিনেত্রী উষ্ণা শাহ। সম্প্রতি গলফ খেলোয়াড় হামজা আমিনকে বিবাহ করেছেন এই অভিনেত্রী। নবদম্পতির ছবি ও ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় নেটিজেনরা একহাতে নিলেন তাকে।
পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা বহুদিনের। সেই শত্রুতাকে টেনেই অভিনেত্রীকে রীতিমতো তুলোধনা করলেন নেটিজেনরা। উষ্ণার শেয়ার করা বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তানি ব্র্যান্ড ওয়ার্দা সেলিমের করা ডিজাইনের একটি লাল লেহেঙ্গা পরেছেন অভিনেত্রী। বিয়ের একটি ভিডিওতে, তাকে বর হামজা আমিন এবং অন্যদের সঙ্গে নাচতেও দেখা যায়। বিয়ের সাজে উঠে এসেছে সম্পূর্ণ ভারতীয় বিয়ের সাজ। তা দেখেই রীতিমতো চটলেন নেটিজেনরা।
বিজ্ঞাপন
উষ্ণা তার বিয়ের একাধিক ছবি প্রকাশ করে লেখেন, ‘মিসেস আমিন যাদের আমার পোশাক নিয়ে সমস্যা রয়েছে, তাদের জানিয়ে দিই, আমার গয়না থেকে আমার বিয়ের পোশাক সম্পূর্ণ পাকিস্তানি। আল্লাহ সবাইকে খুশি রাখুন।’
বিয়ের উদযাপনের সময় অভিনয়শিল্পীর স্বামীর সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানেই একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘পাকিস্তানিদের নিজস্ব সংস্কৃতি ও ধর্ম রয়েছে। পাকিস্তানে ভারতীয় সংস্কৃতি আমদানি করার চেষ্টা বন্ধ করুন। আমরা মুসলিম, তাই আমাদের ধর্ম এই ধরনের ভারতীয় পোশাক পরার অনুমতি দেয়নি। নেতিবাচকতা ছড়ানো বন্ধ করুন।’
অন্য একজন টুইটে লিখেছেন, ‘কেন পাকিস্তানি বধূরা এমন ভারতীয় স্টাইল পরতে শুরু করেছে? এটা আমাদের সংস্কৃতি নয়!!” আরও একজন টুইট করেছেন, “তারা পাকিস্তানি সংস্কৃতির নামে ভারতীয় সংস্কৃতির প্রচার করে জনগণকে বোকা বানাচ্ছে। এটি আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যগত মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধকেও নষ্ট করে দিচ্ছে।’
অন্য একজন উষ্ণা সম্পর্কে লিখেছেন, ‘বিয়ের দিন, অভিনেত্রী ইনস্টাগ্রামের মন্তব্যগুলো পড়ছে এবং উত্তরও দিচ্ছে। তোমাকে স্যালুট।’
বিজ্ঞাপন
গত বছরের ডিসেম্বরে, উষ্ণা গলফার হামজা আমিনের সঙ্গে তার বাগদান ঘোষণা করেছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসলেন।
/আরএসও