শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চোখ বন্ধ করে বললাম করি চলো, ‘ক্যাফে’ প্রসঙ্গে তানযীর তুহিন 

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

চোখ বন্ধ করে বললাম করি চলো, ‘ক্যাফে’ প্রসঙ্গে তানযীর তুহিন 

কোক স্টুডিও বাংলায় গাইবেন তানযীর তুহিন— খবর ছড়াতেই ঘুম উধাও নেটিজেনদের। গতকাল ২৪ তারিখ দিনভর অপেক্ষার প্রহর গোনেন তারা। রাতে ইউটিউবে উন্মুক্ত হয় ‘ক্যাফে’ শিরোনামের গানটি। তারপর থেকে কেউ শেয়ার দিচ্ছেন, কেউ লিখে মুগ্ধতা প্রকাশ করছেন, কেউ নিজেই গাইছেন। 

শ্রোতাদের উন্মাদনায় অভিভূত তানযীর তুহিন ঢাকা মেইলকে বলেন, ‘এটা বিশাল ব্যাপার। এই মানুষদের জন্যই তো গান করি। তাদের জন্যই আমরা শিল্পী। তারা ভালো কিছু পেলে খুশি হন। ওই আনন্দটা-ই আমাদের প্রাপ্তি ও অনুপ্রেরণা।’

43d55149-4c18-48f0-9b52-ee99699ebc3b

কোক স্টুডিওর ‘ক্যাফে’তে চোখ বন্ধ করে যুক্ত হয়েছেন তুহিন। সে গল্প উঠে এলো পেছনের গল্পে। তার কথায়, ‘‘একদিন অর্ণব (শায়ান চৌধুরী অর্ণব) ফোন দিয়ে বলল, একটা গান করতে চাই। আমি বললাম, ঠিক আছে করব। বসার পর শুভেন্দু শুভ আর অর্ণব বলল, ‘ক্যাফে’ গানটা করতে চাই। আমি বললাম, কীভাবে করা হবে। তখন ওরা বলল গানটির অরিজিন স্প্যানিশ  ‘ক্যাফে’ গানটির কিছু অংশ থাকবে। আমাদের সঙ্গে থাকবেন মাহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা গৌতম দার (গৌতম চট্টোপাধ্যায়) ছেলে গাবু। তিনি লক্ষ্মীছাড়া ব্যান্ডের ড্রামার ও ভোকাল। আমি বললাম, তাহলে তো মজা হবে। চোখ বন্ধ করে বললাম, করি চলো। এভাবেই কাজটির সঙ্গে যুক্ত হই।’’  

গানটি শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে। বাংলা ও লাতিন জ্যাজের সংমিশ্রণ সন্তুষ্ট করেছে বোদ্ধাদের। আভাসের গায়ক বলেন, ‘নতুন গান বের হওয়ার পর সঙ্গে সঙ্গে মন্তব্য করা উচিত না। হয়তো প্রাথমিক ভালো লাগাটা প্রকাশ করতে পারি। কিন্তু সব গান-ই শরীরে মনে বসতে একটু সময় লাগে। কিছু গান শুরুতে ভালো লাগে। কিছু গান সময় নিয়ে শুনলে মনে ধরে। আর কোক স্টুডিও বাংলা সব সময় এক্সপেরিমেন্ট করে। ওই জায়গা থেকে তাদের সবার মেধার সংমিশ্রণে শ্রোতাদের জন্য সর্বোচ্চ কিছু করার চেষ্টা করেছে।’

566560483_1313446280015475_7817013979568301604_n

শিরোনামহীনে থাকাকালীন তুহিন গেয়েছিলেন ‘ক্যাফেটেরিয়া’। ব্যান্ডপ্রেমীদের প্রাণের গান এটি। ক্যাফে নিয়ে যত সোনালী স্মৃতি তুহিনের সব ‘ক্যাফেটেরিয়া’কে ঘিরে। এরকম উল্লেখ করে বললেন, ‘‘ক্যাফে সবার পছন্দের জায়গা। পড়াশোনা বাদে বাকি সব আড্ডা ক্যাফেটেরিয়াতেই হয়। খাওয়া-দাওয়া, মারামারি, বকাবকি, খেলাধুলা, রাজনীতি— সব উঠে আসে ক্যাফেতে। শিরোনামহীনে নিয়ে থাকাকালীন ‘ক্যাফেটেরিয়া’ গানটি গাই। ওই গানটাই ক্যাফেটেরিয়া নিয়ে আমার সবচেয়ে স্মরণীয় স্মৃতি।’’

এই গানে এক করা হয়েছে আমেরিকান সংগীতজ্ঞ এডি পালমেরি এবং কলকাতার জনপ্রিয় ব্যান্ড মাহীনের ঘোড়াগুলিকে। তুহিন ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস এবং গৌরব চ্যাটার্জি। তুহিন জানালেন, গৌতম চট্টোপাধ্যায়কে ট্রিবিউট করা হয়েছে ‘ক্যাফে’র মাধ্যমে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর