মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার কোক স্টুডিওতে তানযীর তুহিন 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

এবার কোক স্টুডিওতে তানযীর তুহিন 

দেশের অন্যতম জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’র নতুন সিজনে এবার যুক্ত হচ্ছেন রক ব্যান্ড ‘আভাস’-এর গায়ক তানযীর তুহিন। দীর্ঘদিন ধরে ব্যান্ড সংগীতে নিজস্ব ঘরানা তৈরি করা এবং অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া তুহিনের কোক স্টুডিওতে আগমন নিয়ে সংগীতপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। 

বুধবার (২২ অক্টোবর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে তাঁদের নতুন গান মুক্তির ঘোষণা দিয়েছে। আগামী ২৪ অক্টোবর কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে, চেয়ারের ওপর বসে সিঙ্গারা খাচ্ছেন গায়ক তুহিন। সামনে রয়েছে একগুচ্ছ টিস্যু। তার পরনে পাঞ্জাবি। পাশাপাশি ঢাকা মেইলকে এক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। 


বিজ্ঞাপন


পোস্টের ক্যাপশনে ‘কোক স্টুডিও বাংলা’ লিখেছে, নস্টালজিয়ার পাতা উল্টিয়ে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান। ‎বিষয়টি নিয়ে তানযীর তুহিন বিস্তারিত কিছু বললেন না। এরকম ঘটছে আভাস দিয়ে জানালেন আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে মুখ খোলা বারণ। 

এদিকে কোক স্টুডিওতে তুহিনকে দেখার অপেক্ষায় ভক্তরা। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এবার থাকছেন তানযীর তুহিন’। অন্য একজন প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, ‘তানজির তুহিনের ক্যাফেটেরিয়া?’ তবে সে উত্তর পেতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর