রাজধানীর সড়ক গুলোতে বাড়ছে যানজট। গাড়িতে বসে নষ্ট হচ্ছে হাজার হাজার কর্ম ঘন্টা, তৈরি হচ্ছে জনদূর্ভোগ। যানজটের শিকার হয়ে সঠিক সময় হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেকেই রাস্তায় প্রাণ হারাচ্ছেন। দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবি করা হলেও রাস্তায় শৃঙ্খলা ফেরান সম্ভাব হচ্ছে না।
দেশের সচেতন নাগরিকারা মনে করেন রাজধানীতে যানজটের প্রধান কারণ ব্যাটারি চালিত রিকশা। মুল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে মাঠে নেমেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছাত্ররা আন্দোলন না করলে বাঁচার উপায় নাই। তেঁজগায় টু ফার্মগেট অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। তোমরা একটু ঢাকা শহরে রাস্তাঘাটে নেমে অটো রিকসার হাত থেকে আমাদের বাঁচাও।’

নির্মাতা মামুনের পোস্টে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আমরাও বাঁচতে চাই।’ অন্য একজন লিখেছেন, ‘এদের হাত থেকে বাচা খুব জরুরি।’
বিজ্ঞাপন
অটোরিকশা বন্ধসহ ৫ দফা দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় তেজগাঁও কলেজ, হলিক্রস কলেজ ও বিজ্ঞান কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবরোধ শুরু করেন।
ইএইচ/

