শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিষিদ্ধ অনন্য মামুনের সিনেমা, অভিযোগ আনলেন পরিচালক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ অনন্য মামুনের সিনেমা, অভিযোগ আনলেন পরিচালক 

ফের প্রদর্শনী অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অনন্য মামুনের ‘মেকআপ’ সিনেমাটি। আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। 

image-231243-1616419995

এর ফলে, এখন থেকে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করা সহ দোষীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইননানুগ ব্যবস্থাও।

এবার ছবিটি নিয়ে মুখ খুলেছেন মামুন। ভুল তথ্য বা ব্যাখ্যা থেকে বিরত থাকার অনুরোধের পাশাপাশি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিগত সরকারের আমলে সেন্সর বোর্ডের কয়েকজন সদস্য তার সিনেমাটি ইচ্ছা করে বাতিল করেছিল।

ananan-2102110530

আজ রোববার নিজের ফেসবুকে মামুন লিখেছেন, ‘মেকআপ’ নিয়ে ভুল তথ্য বা ব্যাখা করবেন না। সেন্সর বোর্ড অনুমতি না দেওয়ায় আপিল বিভাগ দেখে সিনেমাটি বাতিল করে। যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগ বাতিল না করে ততক্ষণ পর্যন্ত নতুন করে রিভাইসড ভার্সন জমা করার নিয়ম নেই।’’

এরপর লিখেছেন, ‘‘এখন মেকআপ সিনেমাটি নতুন করে সাটিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। আশা করি সাটিফিকেশন বোর্ড সারা দেশে প্রদর্শন অনুমতি দেবে। গত সরকারে সময় কিছু সেন্সর বোর্ড সদস্য ইচ্ছা করে চলচ্চিত্র বাতিল করেছিল। আমি ‘দরদে’র কাজে মুম্বাই থাকায় অনেকের ফোন ধরতে পারছি না বলে দুঃখিত।’’

আনন্য মামুন ‘মেকআপ’ নির্মাণ করেছেন বছর তিনেক হলো। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান প্রমুখ। 
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর