শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাকিব না, ‘বরবাদ’-এর পরিচালকের ছবিতে বাপ্পারাজ-দীঘি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

শাকিব না, ‘বরবাদ’-এর পরিচালকের ছবিতেও বাপ্পারাজ ও দীঘি

গেল কোরবানি ঈদে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা বরবাদ করেছে সিনেমাপ্রেমীদের। গুঞ্জন উঠেছিল মেহেদীর নতুন সিনেমায় দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। এবার জানা গেল ‘বরবাদ’-এর পরিচালকের পরবর্তী ছবিতে থাকছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এ সিনেমার নাম ‘বিদায়’। 

গত ১৭ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। সুনামগঞ্জের তাহেরপুরের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং। গতকাল সোমবার থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন বাপ্পারাজ। সিনেমার প্রযোজক শাহরিন আক্তার গণমাধ্যমকে বলেন, “আমাদের ‘বরবাদ’–পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিংয়ের কথা ছিল। আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে ‘বিদায়’ সিনেমার কাজ করছি।”


বিজ্ঞাপন


সম্প্রতি বাপ্পারাজ একটি পোস্টে ‘বিদায়’ সিনেমাতে কাজের ইঙ্গিত দিয়েছিলেন। তবে অনুরাগী ধারণ করেন, দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত এই অভিনেতা এবার শোবিজকে বিদায় জানাচ্ছেন। অনেকেই মন্তব্যের ঘরে অভিনেতার ইঙ্গিতপূর্ণ পোস্টের কারণ জানতে চাইলে কোনো প্রত্যুত্তর দেননি। সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারব।’

প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে এগিয়েছে ‘বিদায়’-এর গল্প। এ ছবিতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে বাপ্পারাজকে। শাহরিন বলেন, ‘অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।’ 

বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি ছাড়াও ‘বিদায়’ ছবিতে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর