একটা সময় বলিউডে আইটেম গানের সসঙ্গে কোমর দোলাতেন রাখি সাওয়ান্ত। আজকাল দেখা যায় না। এদিকে গত কয়েক বছরে বি-টাউনে আইটেম গানে ফ্লোর মাতাচ্ছেন কারিনা, ক্যাটরিনারা। এবার ড্যান্স ফ্লোর মাতালেন তামান্না ভাটিয়া। এতে ক্ষুব্ধ রাখি। আনলেন পেটে লাথির অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া। ‘গফুর’ গানের সঙ্গে তার নাচ দেখে দর্শকের দাবি, ‘আইটেম’ নাচের রানি হয়ে উঠেছেন তিনি। এর আগে ‘আজ কি রাত’, ‘কাবালা’-র মতো ‘আইটেম’ গানের সঙ্গে নেচেও নজর কেড়েছিলেন তিনি। ঠিক তখন ক্ষোভ ঝাড়লেন এ ড্রামা গার্ল।
বিজ্ঞাপন
রাখির কথায়, “আমাদের দেখে এরা আইটেম গানের সঙ্গে নাচ শিখে নিয়েছে। এরা প্রথমে নায়িকা হতে চাইতেন। নায়িকা হওয়ার সময় যখন চলে গেল, তখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ শুরু করলেন। ওদের লজ্জা হওয়া উচিত। আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এ বার আমি নায়িকা হব।”
তামান্নাকে আইটেম গার্লের প্রথম দেখা যায় ‘আজ কি রাত’ গানে। ‘স্ত্রী ২’ ছবির এ গানে দিয়ে মন ভরিয়েছিলেন দর্শকের। ‘গফুর’ গানে নেচেও মুগ্ধতা ছড়িয়েছেন।

