শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শরীরে টিউমার, দোয়া চাইলেন রাখি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

শরীরে টিউমার, দোয়া চাইলেন রাখি 

বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভাইরাল হন রাখি সাওয়ান্ত। কখনও উল্টাপাল্টা কথা বলে কখনও বিতর্কিত কাজ করে সামাজিক মাধ্যমে নজরে আসেন তিনি। তবে এবারের চিত্র ভিন্ন। অসুস্থতার খবর দিয়ে আলোচনায় এসেছেন তিনি। জানা গেছে, পেটে টিউমার হয়েছে রাখির।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, রাখি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। এক আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো। বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসকরা মনে করছেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। 


বিজ্ঞাপন


এদিকে হাসপাতাল থেকে খোলাসা করে কিছু জানাচ্ছে না। উল্টো এ প্রসঙ্গে জানিতে রাখির পরিবারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছে, ‘রাখির স্বাস্থ্য সম্পর্কিত অন্য কোনো তথ্য পেতে হলে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।’

এদিকে যোগাযোগ করতে হয়নি। নিজের অসুস্থতা নিয়ে নিজেই কথা বলেছেন রাখি। এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার ভেতর থেকে কান্না পাচ্ছে, ভয় লাগছে। তবে ঈশ্বরে বিশ্বাস রয়েছে। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমার শরীরটা এখন একটু খারাপ। ১০ সেন্টিমিটারের একটা টিউমার ধরা পড়েছে। আমার জন্য প্রার্থনা করুন। হাসতে হাসতে অপারেশন থিয়েটারে যাচ্ছি, হাসতে হাসতেই বের হব। জীবনে অনেক কঠিন লড়াই লড়েছি। এটাও উতরে যাব। আমি এর থেকে বেশি কথা বলতে পারছি। রিতেশ আমার ব্যাপারে আপনাদের সব জানাবে।’

এর আগে রাখির অসুস্থতা নিয়ে তার প্রাক্তন রিতেশ-ই কথা বলেছিলেন। সেসময় বলেছিলেন, ‘আমার জন্য প্রার্থনা করুন। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। ওর জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। পেটে ব্যথা হচ্ছিল। চিকিৎসকেরা ক্যানসারের আশঙ্কা করছেন। পরীক্ষা হচ্ছে। চিকিৎসকেরা হয়তো অস্ত্রোপচার করবেন। তবে তার আগে তারা দেখে নিতে চান, ক্যানসারই হয়েছে কি না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর