মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্ট্রোকের পর কেমন আছেন পরিচালক শাহনেওয়াজ কাকলী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

স্ট্রোকের পর কেমন আছেন পরিচালক শাহনেওয়াজ কাকলী? 

অসুস্থ বোধ করলে রোববার (১২ অক্টোবর) হাসপাতালে নেওয়া হয় পরিচালক শাহনেওয়াজ কাকলীকে। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পর জানান তিনি স্ট্রোক করেছেন। এবার জানা গেলে কাকলীর বর্তমান অবস্থা।

শাহনেওয়াজ কাকলী চিকিৎসাধীন আছেন ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘তিনি ইস্কেমিক স্ট্রোক করেছেন। শরীরের বাঁ পাশটা কিছু অবশ। সিটিস্ক্যান করানো হয়েছে। ফিজিওথেরাপিসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা চলছে। তাঁকে আগামী দিনে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।’


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ১২টার দিকে অনিমেষ তার ফেসবুক কাকলীর অসুস্থতার কথা জানিয়ে লেখেন, ‘আমার অত্যন্ত প্রিয় বন্ধু, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী স্ট্রোক করেছে। বিপর্যস্ত! খূব স্বাভাবিক!’

নির্মাতা চয়নিকা চৌধুরী এক পোস্টে কাকলীর সুস্থতা কামনা করেন। তিনি লেখেন, ‘স্ট্রোক করে হাসপাতালে কাকলী। তোমার জন্য অনেক প্রার্থনা সুস্থ হয়ে যাও। পোষ্য প্রাণীগুলো আমরা তোমার অপেক্ষায়। বাসায় ফিরে এসো অনেক আড্ডা হবে। এবার কথা দিলাম সত্যি তোমার বাসায় যাব।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘উত্তরের সুর’ ছবি পরিচালনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন কাকলী। ছবিটি ভারতের গোয়া, কলকাতা ও থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়। সেরা ছবি, পার্শ্ব-অভিনেত্রী ও শিশুশিল্পী ৩টি বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর