মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সবার প্রার্থনায় ইলিয়াস কাঞ্চন এই কঠিন সময় পার করে ফিরে আসবেন: শাবনূর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম

শেয়ার করুন:

সবার প্রার্থনায় ইলিয়াস কাঞ্চন এই কঠিন সময় পার করে ফিরে আসবেন: শাবনূর
ইলিয়াস কাঞ্চন - শাবনূর

ব্রেইন টিউমারে আক্রান্ত কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। গত মাসের শেষের দিকে খবরটি প্রকাশ্যে এলে এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা। মন খারাপ জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের। 

সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে আজ মঙ্গলবার শাবনূর লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।’

561088962_3275913322562032_1676268149294810806_n

এরপর তিনি যোগ করেন, “তিনি (ইলিয়াস কাঞ্চন) চলচ্চিত্রের পাশাপাশি সমাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।’  

ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনা করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে হয়েছে দোয়া মাহফিল। অভিনেতার সুস্থতা কামনা করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, খল অভিনেত মনোয়ার হোসেন ডিপজলসহ ইন্ডাস্ট্রির অনেক তারকা।  


বিজ্ঞাপন


দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

তবে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর