শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামীকে নিয়ে মসজিদে সোনাক্ষী সিনহা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

স্বামীকে নিয়ে মসজিদে সোনাক্ষী সিনহা 

স্বামী জহির ইকবালের সঙ্গে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভ্লগে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহাকে। এবার দুজনকে একসঙ্গে দেখা গেল মসজিদে। ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে দেখা গেছে সোনাক্ষী-জহিরকে। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে মসজিদের ভেতর দিয়ে দুজনকে হেঁটে যেতে দেখা গেছে।


বিজ্ঞাপন


এ সময় সোনাক্ষী সবুজ ও সাদা প্রিন্টের শর্ট কুর্তা এবং পায়জামা পরেছিলেন। সবুজ ওড়নায় দিয়ে মাথা ঢাকা ছিল তার। জহির একটি কালো শার্ট এবং সবুজ ট্রাউজার বেছে নিয়েছিলেন। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আবুধাবিতে একটু শান্তি পেয়েছি।

এদিকে সোনাক্ষী-জহিরকে মসজিদে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন নেটিজনরা। কেউ লিখেছেন, দুজনকেই অসাধারণ দেখতে লাগছিল।’ আরেকজন লেখেন, ‘মন্দির হোক বা মসজিদ, মাথা ঢেকে রাখা একটা আধ্যাত্মিক ব্যাপার, তুমি হিন্দু হও বা মুসলিম।’

মূলত এটি ছিল একটি বিজ্ঞাপনের ভিডিও। আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তারা। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে ওড়না বেছে নেন সোনাক্ষী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর