সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বছর ঘোরার আগেই ঘর ভাঙছে সোনাক্ষীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

ছর ঘোরার আগেই ঘর ভাঙছে সোনাক্ষির!

দীর্ঘ সাত বছর প্রেমের পর গত বছর গাঁটছড়া বেঁধেছিলেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। এক বছর হতে চলেছে তাদের বিয়ের সম্পর্ক। বিয়ের পর থেকে নেটিজেনদের কটাক্ষ শিকার হয়েছেন তারকা জুটি। ধর্মকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভালো আছেন।

মুসলিম বলেই হোলিতে নেই জহির, কড়া জবাব সোনাক্ষীর


বিজ্ঞাপন


বিয়ের আগেই সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাঁধা পার করে ভালোবাসার জয় হয়েছিল। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ করেন তারা। নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে সম্পূর্ণ করেন বাবা শত্রুঘ্ন সিনহা।

Untitled-1_20250314_193921032

সেই সময় ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের শিরোনাম হয়েছিল মুসলিম ছেলে বিয়ে করাই বোনের বিয়েতে দেখা যায়নি অভিনেত্রীর দুই ভাই লব ও কুশকে। জহির ও সোনাক্ষীর সম্পর্ক মেনে নিতে পারেননি বলেই নাকি বিয়েতেও আসেননি।

স্ত্রী সোনাক্ষীকে সমুদ্রে ঠেলে ফেললেন জাহির ইকবাল!


বিজ্ঞাপন


বিয়ের পর থেকে বেশ সুখেই আছেন তারকা দম্পতি। প্রমাণ মিলেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়। নিয়মিতই নিজেদের খুনসুটির মুহুর্তগুলো ভাগ করে নেন সমাজিকমাধ্যমে। প্রায়ই শোনা যায় বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তারকা জুটি। 

1622643982_sonakshhi_20240620_131834583

এবার গুঞ্জন সত্য হচ্ছে! বিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি ডাললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি সোনাক্ষীর পোস্টের মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘তোমার ডিভোর্সের সময় ঘনিয়ে এসেছে’। এমন মন্তব্যে চুপ থাকার পাত্রী নন তিনি। মেজাজ হারিয়ে শত্রুঘ্ন কন্যার কড়া জবাব, ‘প্রথমে তোর মা-বাবা করবে, তারপর আমি। কথা দিলাম।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর