বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের সাত মাসের মাথায় জনপ্রিয় অভিনেত্রীর স্বামীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

বিয়ের সাত মাসের মাথায় জনপ্রিয় অভিনেত্রীর স্বামীর অত্মহত্যা

বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ব্লকবাস্টার সব সিনেমা। অভিনয় জীবনে সাফল্য পেলেও তার ব্যক্তিগত জীবন সবসময় বিতর্কে ঘেরা। বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন, পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নিজের নাম জড়িয়েছেন এই অভিনেত্রী। 

অমিতাভের সঙ্গে প্রেমের সম্পর্কে এতটাই আলোচনার জন্ম দিয়েছিল যা নিয়ে এখনও চর্চা হয়। তবে গাঁটছড়া বেঁধেছিলেন ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে। ১৯৯০ সালের ৪ মার্চ তাঁদের বিয়ে সম্পন্ন হয়। যদিও বিয়ের ৭ মাসের মাথায় মুকেশ আত্মহত্যা করেন।

image

স্বামীর মৃত্যুর পর রেখাকে অনেক কটূক্তি শুনতে হয়। মুকেশ আত্মহত্যার পরে অভিযোগের তির রেখার দিকেই ছিল। যদিও অভিনেত্রীর স্বামী যখন আত্মহত্যা করেন, তখন রেখা বিদেশে ছিলেন। স্বামীর আত্মহত্যার কয়েক মাস পর রেখা এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, ‘বিয়ের পর লন্ডনে হানিমুনে থাকাকালীন জানতে পারি যে মুকেশের কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। আমার মনে হয়েছিল যে আমরা একে অপরের জন্য তৈরি নয়।’ 

সাক্ষাৎকারে রেখা আরও বলেছিলেন, ‘মুকেশ আগরওয়ালই আমার থেকে ডিভোর্স চেয়েছিলেন। কারণ সে চাইত না আমি সিনেমায় কাজ করি বা শুটিংয়ের জন্য মাসের পর মাস বাড়ির বাইরে থাকি।’

rekhaa

অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়... প্রবাদটা এখন সবচেয়ে বেশি হয়তো রেখার ক্ষেত্রেই খাটে! কারণ গণমাধ্যমের তথ্য মতে রেখা তার জীবনে ২টি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেন বিনোদ মেহরাকে। সেখানেও সংসার জীবন স্থায়ী হয়নি। বিনোদের মা রেখাকে পছন্দ না করায় সম্পর্ক ভেঙে যায়। যদিও, ২০০৪ সালের এক সাক্ষাৎকারে বিনোদের সঙ্গে বিয়ের কথা অস্বীকার করেন রেখা। রেখার অনেকের সঙ্গে সম্পর্ক থাকলেও তিনি কখনও সত্যিকারের ভালোবাসা পাননি। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর