দক্ষিণীদের অনেকেই জায়গা করে নিয়েছেন বলিউডে। হয়েছেন ডাকসাইটে তারকা। হেমা মালিনী, রেখা, বিজয়ান্ধিমালা, জয়া প্রাদা ও শ্রীদেবী আছেন এ তালিকায়। চিরসবুজ অভিনেত্রী রেখার মা পুষ্পাবল্লিও আছেন এ তালিকায়। যিনি বিয়ের আগেই হয়েছিলেন দুই সন্তানের মা।
১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সম্পূর্ণ রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় পথচলা শুরু হয় পুষ্পাবল্লির। এরপর একাধিক হিট ছবি উপহার দিলেও ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।
বিজ্ঞাপন
১৯৪০ সালে তিনি বিয়ে করেন কিন্তু ছয় বছরের মাথায় দাম্পত্য জীবন কঠিন হয়ে ওঠে। স্বামীকে ছেড়ে আলাদা জীবনযাপন শুরু করেন। এরপর সম্পর্কে জড়ান ‘মিস মালিনি’ ছবির নায়ক জেমিনি গণেশনের সঙ্গে।
জেমিনির ঘরেই জন্ম রেখা ও তার বোনের। তবে দুই সন্তানের জন্ম হলেও জেমিনি কখনও স্ত্রীর মর্যাদা দেননি পুষ্পাবল্লিকে। তবে অভিনেত্রী জেমিনিকেই সঙ্গী মেনে কাটান বাকি জীবন। ১৯৯১ সালে মৃত্যু হয় এ অভিনেত্রীর।

