রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সোলজার’ সিনেমার চরিত্রটা ভালো লেগেছে, শুটিং থেকে বললেন তৌকীর আহমেদ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

‘সোলজার’ সিনেমার চরিত্রটা ভালো লেগেছে, শুটিং থেকে বললেন তৌকীর আহমেদ

রোববার (৫ অক্টোবর) ঢাকার ৩০০ ফুট এলাকায় শাকিব খানের  ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু  হয়েছে। ফাঁস হওয়া ফুটেজে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদকে। জানা গেছে, সাকিব ফাহাদের পরিচালিত এ সিনেমায় নেতিবাচক চরিত্রে আছেন তিনি। 

এরইমধ্যে সংবাদমাধ্যমগুলোতে এসেছে, ‘সোলজার’-এ খল চরিত্রে আছেন তৌকীর। তবে অভিনেতার দাবি এ বিষয়ে তিনি কিছু বলেননি। ঢাকা মেইলকে তৌকীর বলেন, ‘নেতিবাচক বা ইতিবাচক চরিত্র না, একটি চরিত্রের মধ্যে নানা ধরণ থাকে। আর ‘সোলজার’ সিনেমার চরিত্রটা আমার ভালো লেগেছে। তাই অভিনয় করছি।’  

482807652_1190043862483865_7125274912458075248_n

চরিত্রটি নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, “আমি একজন অভিনেতা, আমার ওইরকম প্রত্যাশা নেই। ‘বিউটি সার্কাস’ সিনেমায় আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। আবার ‘নদীর নাম মধুমতি’ সিনেমায় ইতিবাচক। আমি অভিনেতা, বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করি। ‘রূপকথার গল্প’ সিনেমায় আমি ট্রাক ড্রাইভার। সুতারাং আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই চরিত্রে অভিনয় করছি সেই চরিত্রটাকে ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছি কিনা।”

অভিনয়ের পাশাপাশি পরিচালনায় সিদ্ধহস্ত তৌকীর। অন্যদিকে সাকিব ফাহাদের প্রথম সিনেমা ‘সোলজার’। এ সিনেমাতে কাজের সময় নতুন পরিচালককে কোনো পরামর্শ দিচ্ছেন কী না এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘সিনেমাতে কাজ করার সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা চলতেই থাকে। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। মাহমুদ দিদারের প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’-এ অভিনয় করেছি। ইমরান মিঠুর প্রথম ছবি ‘কমলা রকেট’-এ আমি অভিনয় করেছি। আমি মনে করি তরুণরা নতুন নতুন ভাবনা নিয়ে আসবে। সেটা আমার অভিজ্ঞতার জন্ম দেবে। পরিচালকের আমার সাহায্যের দরকার হয় না। আমি যখন অভিনয় করতে যাই তখন আমি অভিনেতা।’

515561255_24762735646647926_360095045770880573_n
 
‘সোলজার’ সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে শাকিবকে। গুঞ্জন উঠেছে, তার বিপরীতে থাকছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও অরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।  

ইএইচ/
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর