সম্প্রতি দেশের জনপ্রিয় রকসংগীত শিল্পী জেমসের কনসার্ট বাতিলের খবরে মন ভারি হয়েছিল সংগীতপ্রেমীদের। প্রশাসনের অনুমতি না পাওয়ায় কনসার্টটি বাতিল করেন আয়োজকরা। এবার রক সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ খবর! একই মঞ্চে দেখা যাবে পাকিস্তানের আলী আজমত ও বাংলাদেশের কিংবদন্তি রকসংগীত শিল্পী জেমসকে।
আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় এক কনসার্টে একই মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের নগর বাউল জেমস এবং পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’-এর সাবেক ভোকাল আলী আজমত।
বিজ্ঞাপন
‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ। দুই দেশের দুই রক আইকনকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে চরম উন্মাদনা।
ইতোমধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রক ওয়েবসাইটে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট থাকছে তিন ক্যাটাগরির। দাম নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৬ হাজার ৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৯৯ টাকা।
১৪ নভেম্বরের কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৫টায়। প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।

