শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তাহসান কেন সংগীত ছেড়ে দিচ্ছেন? গান গেয়ে জানালেন কারণ

আসাদুজ্জামান লিমন
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
গান ছাড়ার কারণ জানালেন তাহসান।

সংগীতকে বিদায় জানানোর খবরে শিল্পী তাহসান রহমান খানের ভক্তরা মুষড়ে পড়েছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান জানান, তিনি আর গান করবেন না বিশেষ করে স্টেজ শোতে অংশ না নেওয়ার দিন কয়েক আগেই জানিয়েছিলেন


বিজ্ঞাপন


কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎই তাকে মঞ্চে গান গাইতে দেখা যায়উপলক্ষ ছিল ভিভোর নতুন ফোন লঞ্চিং ঢাকার কুড়িলের বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) রাজদর্শন হলে আয়োজন করা হয় এই ইভেন্ট ইভেন্টের শুরুতেই মঞ্চে দেখা যায় তরুণদের জনপ্রিয় শিল্পী তাহসানকে শুরুতেই তিনিপ্রেম, তুমি আসবে এভাবে/আবার হারিয়ে যাবে ভাবিনি...’ গানটি গেয়ে অনুষ্ঠান শুরু করেন তখনও মঞ্চের ডায়াসে তিনি ছাড়া আর কেউ ছিলেন না খালি গলায় গানটি গাইতেই অনুষ্ঠানে আগতদের মধ্যে উল্লাস দেখা যায়

tahsan_inner_1

এরপর মঞ্চে ডেকে নেন তার ব্র্যান্ড দলকে পরিবেশন করেন, ‘বুঝিনি এতটুকু তোমাকে/হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে/কতটা পথ ঘুরে এসেছি/তুমি বন্ধু আমার ছিলে পাশে...’ গানটি

এদিকে মঞ্চের নিচে শত শত ক্যামেরায় আগত অতিথিরা তাহসানের গানকে মুঠোবন্দি করছেন ডিজিটাল পর্দায় তাদের উল্লাস ছিল চোখে পড়ার মতো


বিজ্ঞাপন


আরও পড়ুন: সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান!

রবিবার সন্ধ্যায় তাহসানকে দেখা যায় কিছুটা ভিন্ন রূপে মুখে একগুচ্ছ দাড়ি, চোখেমুখে গভীর ভাব। কিন্তু কণ্ঠে ছিল সেই পুরনো সুর মঞ্চে উঠে ভালোবাসা আর বিরহের সুরে ভাসিয়ে দিলেন দর্শকদের।

TAHSAN

অনুষ্ঠানটা তাহসানের স্টেজ শো নাকি নতুন ফোন লঞ্চিং সেটা অনেকেই ভুলে যান কিন্তু তাহসান বারবার বলছিলেন তার গতকালকের সন্ধ্যায় সেখানে থাকার কারণ তাহসান ভিভো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর তাইতোআলো আলো আমি কখনো খুঁজে পাব না...’ গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করে ব্যান্ড দলকে নিয়ে মঞ্চ থেকে বিদায় নেন আর যাওয়ার আগে বলে যান, একেবারেই চলে যাচ্ছেন না তিনি কিছুক্ষণ বাদেই ভিভোর নতুন ফোন নিয়ে হাজির হচ্ছেন

এরপর চলে স্মার্টফোন নিয়ে নানান আয়োজন কিন্তু তাহসান ভক্তদের মনে বুঝি অন্য কিছু তারা অপেক্ষা করেন তাহসানের কাছে জেনে নিতে, কেন তিনি গান ছেড়ে দিতে চান কেনইবা, কোন কারণে, কোন অভিমান গান ছাড়বেন বলেছেন

আরও পড়ুন: তাহসানের বিয়ের পর কেঁদে ক্ষমা চেয়েছেন মিথিলা? 

এমন প্রশ্ন যখন হলভর্তি অনেকেরই সেটা বুঝি অনুষ্ঠানে সঞ্চালকের মনেও ছিল আর তাইতো অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাহসানকে মঞ্চে ডেকে নিয়ে ওই নারী সঞ্চালক জানতে চান লাখো মানুষের প্রিয় তাহসান কেন গান ছেড়ে দিচ্ছেন?

tahsan_inner_2

কিছুক্ষণ স্মিত হেসে, কারণটা জানালেন বললেন, তার এক ভাই তাকে বলেছিলেন, একজন সঙ্গীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত যা তাকে অনুপ্রাণিত করেছিল। আর সব পেশাতেই অবসর রয়েছে আর তাইতো তিনি চান মানুষ তাকে ভুলে যাওয়ার আগেই তিনি গানের দুনিয়া থেকে অবসর নিতে

তাহসান বলেন, ‘একজন শিল্পীর জীবনকাল কম হলেও, তার তৈরি করা 'আর্ট' তার বিদায়ের পরেও থেকে যেতে পারে

আরও পড়ুন: সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান

এই ধারণার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ততটুকুই কাজ করবেন 'যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে' থাকবেন

tahsan_inner_last

তাই, ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেটারএই ভাবনা থেকেই তাহসান সঙ্গীতকে বিদায় জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

শিল্পী তাহসানের এসব কথা শোনার পর আগত দর্শকদের মনটা কিছুটা ভারি হয়ে ওঠে যা সুবিশাল হলরুম ছাড়িয়ে বুঝি প্রকৃতিকেও মেঘ-মেদুর করে তোলে আর তাইতো ঝম-ঝমিয়ে নামে অঝোরে বৃষ্টি যেনো আলো-আলোয় ভেসে গেল তাহসান ভক্তদের আবেগঘন মুহূর্ত

এজেড

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর