শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘রিয়া মনিকে বিয়ে করার জন্য ম্যাক্স অভি আমাকে মেরে ফেলতে চায়’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

‘রিয়া মনিকে বিয়ে করার জন্য ম্যাক্স অভি আমাকে মেরে ফেলতে চায়’

সম্প্রতি রাজধানীর আফতাব নগর এলাকায় হিরো আলমকে মারধর করে একদল দুর্বৃত্ত। আলোচিত-সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে আজ্ঞান অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গেল বৃহস্পতিবার আফতাবনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান হিরো আলম। 

ঘটনাস্থল থেকে ফিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আসামি করে মামলা দায়ের করেন আলম। আসামিরা হলেন, মিথিলা, মিথিলার স্বামী চমন, মিথিলার ভাই ও ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভি। 

এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মিথিলাকে। ম্যাক্স অভি ৪ নম্বর আসামি। 

image

হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিললে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন।


বিজ্ঞাপন


রবিবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, ‘মিথিলা ও তাঁর স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে, ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে। সে যে রিয়া মনিকে বিয়ে করতে চায় এই কথা অনেক ভিডিওতে বলেছে। তাই আমি মামলা করেছি।’ 

হামলার ঘটনার পর উদ্ধার করে দ্রুতই আলম হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল থেকে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে রিয়া মনি। প্রকাশিত ছবিতে দেখে যায়, হিরো আলমের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর