বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি ইয়াশ রোহান। প্রতিমার সামনে কপালে তিলক এঁকে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করায় হয়েছেন ভার্চুয়ালি সাম্প্রদায়িক প্রতিহিংসার শিকার। ধর্মীয় পরিচয় টেনে এনে তাকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।
এমন পরিস্থিতিতে সহকর্মীদের পাশে পেয়েছেন ইয়াশ। সামাজিক মাধ্যমে ইয়াশের ওই ছবি পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন তারা। তালিকায় আছেন ‘দেয়ালের দেশে’র নির্মাতা মিশুক মনি। হিন্দু বলে বয়কট করা ইয়াশকে নিয়ে নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি।’

নিজের ফেসবুকে মিশুক মনি লিখেছেন, ‘যারা ইয়াশ রোহানের ধর্ম পরিচয়ের জন্য বলছে তার নাটক আর দেখবে না, তারা এমনিতেও ইয়াশের নাটক কেন কারও নাটকই তেমন দেখে না। এরা দর্শক না। আমি প্রিটি মাচ সিউর এই মুল্লুকে জন্মের পর থেকে ইয়াশ তার ধর্মের জন্য নানা জটিলতা বহুবার ফেইস করেছে সুতরাং আজ তার দূর্গার সামনে দাঁড়ানো ছবির নিচের কমেন্ট তাকে মোটেও বিচলিত করবে না। সে যথেষ্ট কুল ও স্ট্রং।’
এরপর লেখেন, ‘ইয়াশ হিন্দু বলে কিছু মানুষ তার নাটক বয়কটের কথা বলছে কিন্তু, আমি ইয়াশের নাটকে প্রডিউস করার ঘোষণা করছি। যেকোনো নির্মাতা ভালো গল্পে ইয়াশকে ভাবতে পারেন আমি প্রডিউসার হব। যারা ইয়াশকে বয়কটের কথা বলেছেন তাদের গালে এরচেয়ে জোরে জুতোর বাড়ি মারার পথ আমার জানা নাই।’

‘দেয়ালের দেশে’র নির্মাতা লেখেন, ‘আগেও বহুবার বলেছি শিল্পচর্চার অনুর্বর এই ভূমিতে শিল্পী জন্মায় না। যুগের পর যুগ সাধনা করে শিল্পী তৈরি হয়। আর একবার যে শিল্পী সে আজন্ম শিল্পী। কে হিন্দু, কে মুসলমান, কে স্ট্রেইট, কে গে এসব ট্যাগ দিয়ে শিল্পীর মনোবল ভাঙ্গতে পারবেন না।’
সবশেষে লিখেছেন, ‘ইয়াশকে ডিফেন্ড করতে 'হ্যা ইয়াশ হিন্দু' এটাও বলার দরকার নাই। ইয়াশ প্রথমে মানুষ, তারপর শিল্পী, তারপর মানলে সে হিন্দু।’
মিশুক মনির সে পোস্ট নজরে পড়েছে ইয়াশের। মন্তব্যের ঘরে তিনি ভালোবাসা রেখে গেছেন। পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেকে মিশক মনির এ ঘোষণাকেসাহসী উদ্যোগ বলে মনে করছেন।

