মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজ-ইয়াশের মতো অভিনেতা আরও দরকার: মিম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

রাজ-ইয়াশের মতো অভিনেতা আরও দরকার: মিম

ঈদের ঘ্রাণ মিইয়ে গেলেও ‘পরাণ’ সিনেমার সুবাস যেন দিন দিন বেড়েই চলেছে। চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরাও হচ্ছেন প্রশংসিত। এই সিনেমায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এবার দুই সহশিল্পীর (রাজ ও ইয়াশ) প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।

রাজ ও ইয়াশকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন মিম। শুরুতেই সেখানে তিনি লিখেছেন, “আমাদের ‘পরাণ’ নিয়ে কিছু বলতে চাই।”


বিজ্ঞাপন


Sariful Razz

এরপর এই অভিনেত্রী রাজের প্রসঙ্গে লিখেছেন, ‘রোমানকে নিয়ে কিছু বলতে চাই, যার আসল নাম শরিফুল রাজ। সিনেমা করার আগে রাজের সঙ্গে সেভাবে পরিচয় ছিল না৷ রিহার্সেলে প্রথম দেখা। অল্প সময়েই মনে হচ্ছিল, তার সঙ্গে যেন অনেকদিনের পরিচয়। হাসি, ঠাট্টায় রিহার্সেল হয়ে উঠেছিল আনন্দময়।’

এরপর মিম লিখেছেন, ‘রাজ খুব সাধাসিধে একটা ছেলে, তবে ভেতরে ভেতরে বেশ চঞ্চল। তার মনটা অনেক ভালো। সে পরিশ্রম করে আজকের এই অবস্থানে এসেছে। রাজ যখন আরও বড় হবে, তখনও সে এমন থাকবে বলে আশা করি।’

Bidya Sinha Mim


বিজ্ঞাপন


এ সময় কাজের প্রতি রাজের আন্তরিকতা প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, “কাজের সময় রাজ খুব সিরিয়াস থাকে। মাথায় নিজের চরিত্র ছাড়া আর কিছুই থাকে না। অন্যসব কিছু ভুলে যায় সে। নতুনদের মাঝে এটা খুব কম দেখা যায়। কাজ করতে গিয়ে একবারও মনে হয়নি ‘পরাণ’ রাজের তিন নাম্বার সিনেমা। সবসময়ই মনে হয়েছে, একজন অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করছি।”

এরপরই ইয়াশ রোহানের প্রসঙ্গ টেনেছেন মিম। তিনি লিখেছেন, ‘এবার কথা বলব সিফাত অর্থাৎ ইয়াশ রোহানকে নিয়ে। মিষ্টি একটা ছেলে ইয়াশ। খুবই ভদ্র, যাকে বলা যায় অতিরিক্ত ভদ্র। অভিনয়ের সময় চরিত্রের ভেতর থাকার চেষ্টা করে সে। তিনজনের যখন একত্রে শুটিং থাকত, খুব মজা করে কাজ করতাম। ভালো করে রিহার্সেল করতাম।’

Poran

এ সময় ইয়াশের বাবা-মায়ের পরিচয় দিয়ে মিম লিখেছেন, ‘অভিনয় আসলে ইয়াশের রক্তে। যার বাবা নরেশ ভুঁইয়া আর মা হলেন শিল্পী সরকার অপুর মতো অভিনয়শিল্পী, তাদের ছেলে অসাধারণ অভিনয় তো করবেই।’

সবশেষে রাজ ও ইয়াশ সম্পর্কে মিম লিখেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে শরিফুল রাজের মতো নায়ক খুব দরকার। সে আরও অসাধারণ কাজ করুক, সেটাই আমার চাওয়া। আর ইয়াশ রোহান খুবই ভালো অভিনেতা। আমি চাই, সে যেন চলচ্চিত্রে নিয়মিত হয়, আরও চমৎকার কিছু সিনেমা যেন তার ক্যারিয়ারে যুক্ত হয়।’

ত্রিভুজ প্রেমের সিনেমা ‘পরাণ’। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। পরিচালনার দায়িত্বে ছিলেন রায়হান রাফি। ছবিটির প্রযোজক লাইভ টেকনোলোজিস।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর