রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো আলমের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন রিয়ামনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

হিরো আলমের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন রিয়ামনি

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেন। বগুড়ার ধুনট উপজেলায় এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

হিরো আলমের অসুস্থতার খবর শুনে বগুড়ায় ছুটে যান স্ত্রী রিয়া মনি। সেখান থেকে ঢাকার কাছে একটি বাসায় নিয়ে আসেন। আজ রোববার (২৯ জুন) সকাল ১১টায় রিয়া মনি এক পোস্টে হিরো আলমকে ভালো রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। 

512965668_1785373028724218_4097776965381178404_n

ওই পোস্টে একগুচ্ছে ছবিভাগ করে লিখেছেন, ‘একটা সম্পর্ক ভেঙে দেওয়া খুব সহজ। কিন্তু একটি সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। ভালোবাসার অপর নাম হয় যদি ভালো রাখা তবে আমি তোমাকে ভালো রাখতে চাই।’ 

এরপরই দেখা গেছে হিরো আলম ও রিয়া মনির একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে সমুদ্র পাড়ে দুইজন রোমান্টিক রূপে ধরা দিয়েছেন। ওই ভিডিওতে দেখা যায়, কখনও হিরো আলমের বুকে মাথা রেখে, কখনও দুইজন দুইজনের হাত ধরে পানির স্রোতের সঙ্গে আনন্দে মেতেছেন।’ 

Screenshot_2025-06-29_141303

এর আগে হিরো আলমের শারীরিক অবস্থার কথা জানিয়ে গতকাল (২৮ জুন) রিয়া মনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ রয়েছেন হিরো আলম, জীবন যুদ্ধে যারা জয়ী হয়, তারাই হচ্ছে আসল যোদ্ধা। জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। অনেক কিছুর শিকার হতে হয়। বলার অনেক কিছু থাকে কিন্তু, বলা যায় না।’

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান। রাতে রিয়ামনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর