শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুনমুনের সহকারী মাহি অর্ণব আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

মুনমুনের সহকারী মাহি অর্ণব আর নেই
মাহি অর্ণব- মুনমুন

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মুনমুনের সহকারী মাহি অর্ণব আর নেই। মাহির মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। 

রোববার (২৮ সেপ্টেম্বর) মাহির মৃত্যুর খবর জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার দীর্ঘ দিনের সহকারী মাহি অর্ণব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। হঠাৎ করেই খবরটা শুনে খুব খারাপ লাগছে। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মাহি আমার সঙ্গে কাজ করেছে।’


বিজ্ঞাপন


এরপর তিনি যোগ করেন, ‘এখনও কানে বাজে ফোন করে বলতো আপু কবে শুটিং করবা কবে শো আছে আর কাজে গেলে আমার সাথে সেলফি তুলতে ভীষণ ভালোবাসতো। আপনারা যারা মাহিকে চেনেন তারা দোয়া করবেন। মাহির জন্য খুব দুঃখী ছেলে ছিল।’

556438170_1525141258487354_888433415859996212_n

আলোচিত এই অভিনেত্রী আরও বলেন, ‘২০১৯ সালে ওঁর (মাহি অর্ণব) মা মারা যাবার পর খুব কান্না করেছিল। আমাকে বলেছিল আপু আমিও আমার আম্মার কাছে চলে যাব। সেদিন মাহিকে আমি কোনো সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাইনি। আজ মাহিও ওর আম্মার কাছে চলে গেল।’ 


বিজ্ঞাপন


সবশেষে মুনমুন লিখেছেন, ‘দুই মাস আগেও ওঁর (মাহি অর্ণব) সাথে আমার কথা হয়েছিল কত দোয়া করলো আমাকে মনের থেকে। সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন মাহিকে  জান্নাতে থাকার তৌফিক দান করেন।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর