সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রাগী’ নামের একটি সিনেমা। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে লম্বা সময় পর আলোচনার টেবিলে রয়েছেন মুনমুন। অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে বদনাম রয়েছে এ অভিনেত্রীর। তাই এই সময়ে এসেও বারবার এ বিষয়ক প্রশ্নের সামনে পড়তে হয় তাকে।
এবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে মুখ খুললেন মুনমুন। এই সময়ে এসেও অশ্লীলতার ব্যাপারটি ধরে আমাকে কেন বারবার প্রশ্ন করা হয়— জানতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি।
বিজ্ঞাপন
আপনাকে অশ্লীল সিনেমার নায়িকার তকমা দেওয়া হয়েছিল। কী বলবেন এ ব্যাপারে জানতে চাইলে মুনমুন বলেন, ‘এই সময়ে এসেও অশ্লীলতার ব্যাপারটি ধরে আমাকে কেন বারবার প্রশ্ন করা হয়? না জেনে, না বুঝে অনেকেই আমার দিকে এ বিষয়ে আঙুল তোলেন। খুবই কষ্ট লাগে। আমার ইতিহাসটা সবার জানা উচিত। আমি সেই সময় দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াৎ, মালেক আফসারীদের মতো গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করেছি। তাঁরা তো অশ্লীল ছবি নির্মাণ করেননি। সেই সময় আমার ছবিগুলো হিট হচ্ছিল। একটা মহল চাচ্ছিল কীভাবে আমাকে অশ্লীলতার মতো এই বাজে তকমা দেওয়া যায়। সেটাই তারা করেছিল।’
এদিকে মুনমুনের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি চলছে ২৮ প্রেক্ষাগৃহে। অ্যাকশনধর্মী ‘রাগী’ পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। এতে মুনমুন ছাড়াও অভিনয় করেছেন আচল ও আবীর চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ সহ আরও অনেকে।
আরআর

